মৌলভীবাজার প্রতিনিধি.
মধ্যপ্রাচ্যের দেশ ওমানে উটের লাথিতে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ফয়াজ মিয়া (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (১২ আগস্ট) ওমানের ইবরা শহরের বাংলাদেশ সময় রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ফয়াজ কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের দক্ষিণ দিলদারপুর গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে।
নিহত ফয়াজের ছোট ভাই মো. রেনু মিয়া জানান, সাড়ে তিন বছর আগে ভাগ্য পরিবর্তনের জন্য মধ্যপ্রাচ্যের দেশ ওমানে পাড়ি দেন । তিনি ওমানের ইবরা শহরে একটি সবজি বাগানে কাজ করতেন। এছাড়াও তিনি ওই বাগানের পাশেই একটি উটের ফার্মে পার্ট টাইম কাজ করতেন।
প্রতিদিনের ন্যায় বুধবার বাংলাদেশ সময় রাত ৮টার দিকে উটকে খাবার দিতে যান ফয়াজ। এসময় ফার্মের উটের লাথিতে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে স্থানীয় পুলিশ প্রশাসন তার লাশ উদ্ধার করে ইবরা হাসপাতালে নিয়ে রাখা হয়। বাংলাদেশিরদের উদ্যোগে তার মৃতদেহ দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।
এদিকে ছেলের মৃত্যুর খবর শুনে মা, ভাই-বোনসহ আত্মীয় স্বজনের বুকফাটা কান্নায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়েছে বাড়িতে। ছেলেকে শেষ বারের মতো দেখার জন্য ছটফট করছেন নিহত ফয়াজের বৃদ্ধ মা।

 

শেয়ার করুন

Leave A Reply