- সিলেট- ঢাকা মহাসড়কের ওসমানীনগরে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি শিশুসহ ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় মহিলাসহ গুরুতর আহত হয়েছেন অটোরিকশার ৩ যাত্রী। বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার গজিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
- জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী যাত্রীবাহী মামুন পরিবহনের বাস (ঢাকা মেট্রা-ব ১৪- ৯৮৪৮) ও শেরপুরগামী সিএনজিচালিত অটোরিকশা (মৌলভীবাজার -থ ১১-৩৬৯১) সিলেট ঢাকা মহাসড়কের গজিয়া গ্রিন বার্ড কিন্ডার গার্টেনের সামনে আসলে যাত্রীবাহী বাস ও সিএনজি চালিত অটোরিকশাকে চাপা দেয়। এসময় সিএনজি অটোরিকশা ধূমড়ে মুছড়ে যায়।
- এতে ঘটনাস্থলেই সিএনজি অটোরিকশার চালক জুনেদ আহমদ (৩০) নিহত হন। তিনি উপজেলার সাদিপুর ইউনিয়নের মোবারকপুর গ্রামের আলাউদ্দিন মিয়ার পুত্র।
- এদিকে, অটোরিকশায় থাকা উপজেলার ব্রাম্মন গ্রাম গ্রামের ফজলু মিয়া (৪৫) তার স্ত্রী হামিদা বেগম, মেয়ে আরিফা বেগম ও শালীকার মেয়ে কারিমা বেগম সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
- দুর্ঘটনার পর মহাসড়কের দুই পাশে শত শত যাবাহন আটকা পড়ে। পুলিশ ঘটনাস্থলে পৌছে যানচলাচল স্বাভাবিক করে। এছাড়া ৩ জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন বলে জানা গেছে।
- তাজপুর ফায়ার সার্ভিসের ইনচার্জ জসিম উদ্দিন বলেন, আমরা ঘটনাস্থল থেকে একজনের লাশ উদ্ধার করে হাইয়য়ে পুলিশের কাছে হস্থান্তর করেছি।
- শেরপুর হাইওয়ে পুলিশের ওসি মো. এরশাদুল হক ভূইয়া বলেন, ঘটনাস্থলেই সিএনজিচালিত অটোরিকশা চালক নিহত হয়েছেন। বাকিদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। পরে আরও ৪ জন মারা গেছেন।
যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি শিশুসহ ৫ জন নিহত
শেয়ার করুন