»এক্সক্লুসিভ»করোনা রোগীদের জন্য ইউনিটেক্স গ্রুপের অর্থায়নে ৫ টি হাই-ফ্লো হিটেড জেলা প্রশাসকের কাছে হস্তান্তরa
করোনা রোগীদের জন্য ইউনিটেক্স গ্রুপের অর্থায়নে ৫ টি হাই-ফ্লো হিটেড জেলা প্রশাসকের কাছে হস্তান্তরa
জালালাবাদ বার্তা ডট কম ।
প্রকাশিতকাল:
ওসমান আল হুমাম, কক্সবাজার জেলা প্রতিনিধি।
গতকাল শোকাহত ১৪ আগস্ট ২০২০, কক্সবাজার সার্কিট হাউসে ইউনিটেক্স এলপি গ্যাস লিমিটেড এর সৌজন্যে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়, উক্ত অনুষ্ঠানে কক্সবাজার সদর হাসপাতাল সহ রামু, মহেশখালী ও চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্স এ করোনা আক্রান্ত রোগীদের সুবিধার্তে পাঁচটি হাই-ফ্লো হিটেড রেসপিরেটরি হিউমিডিফায়ার মেশিন জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করা হয়, উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কক্সবাজার আওয়ামী-লীগের সাধারণ সম্পাদক, কক্স কেয়ার হেলথ হসপিটালের চেয়ারম্যান ও জননন্দিত নেতা পৌর মেয়র মুজিবুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ইউনিটেক্স এলপি গ্যাস লিমিটেড এর চিফ মার্কেটিং অফিসার মোহাম্মদ মাসুদুজ্জামান।
মাওলানা কাজি সাইফুল্লাহর কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সুচনা হয়, এতে প্রধান অতিথি হিসেবে – কক্সবাজারের মান্যবর জেলা প্রশাসক জনাব মোঃ কামাল হোসেন, বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ মাহবুবুর রহমান, কক্সবাজার জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা, ইউনিটেক্স গ্রুপ এর ডাইরেক্টর ইঞ্জিনিয়ার জুবাইদুল ইসলাম চৌধুরী, ইউনিটেক্স এলপি গ্যাস লিমিটেড এর পরিবেশক আলহাজ্ব মাওলানা আনোয়ার হোছাইন, ইউনি গ্যাস এর টেকনাফ প্রতিনিধি গণ মাধ্যম কর্মী লুৎফর আমিন সহ আরো অনেক শীর্ষ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলহাজ্ব মাওলানা আনোয়ার হোছাইনের আবেগঘন মোনাজাতের মধ্যদিয়ে ১৫ আগষ্টে সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে করোনা মহামারী থেকে পরিত্রাণের দু’আ চেয়ে অনুষ্ঠান সমাপ্তি হয়।