মৌলভীবাজার প্রতিনিধি.
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নে বজ্রাঘাতে অনিল দেবনাথ (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে দিকে উপজেলার ১০নং হাজীপুর ইউনিয়নের চান্দগাঁও গ্রামের নিজ বাড়ি পাশে কৃষি জমিতে কাজ করার সময় তিনি বজ্রাঘাতে নিহত হন।নিহত অনিল দেবনাথ ওই গ্রামের বজেন্দ্র দেবনাথের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে আকস্মিক ঝড়-বৃষ্টি শুরু হয়। এ সময় বৃষ্টির সাথে বজ্রাঘাত হয়। নিহত অনিল নিজ বাড়ির পাশে কৃষি-জমিতে কাজ করছিলেন। কাজ করার সময় বজ্রাঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম ফরহাদ চৌধুরী জানান, বজ্রাঘাতে নিহত অনিল দেবনাথের অসহায় পরিবারকে তাৎক্ষণিক সরকারের পক্ষ থেকে ২০ হাজার টাকা সহায়তা প্রদান করা হয়েছে।