ডেস্ক রিপোর্ট : হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার সমাজসেবক জুবায়েদ আহমেদ স্বপন এর বড় সন্তান মোঃ নাবহান ফাহাদ জিম এর প্রথম জন্মবার্ষিকী পালন করেন। জিম এর জন্মদিন উপলক্ষে সিলেটে হযরত শাহজালাল (র:) মাজার প্রাঙ্গনে গরীব ও দুস্তদের মাঝে খাবার বিতরণ করা হয়।
২০১৯ সালে ১লা অক্টোবর সিলেটের মাউন্ড এডোরা হাসপাতালে তার জন্ম হয়। তার পৈত্রিক নিবাস হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের নয়নপুর গ্রামে। আজ জিম এর একবছর জন্মদিন পালন করা হয়। বর্তমানে সিলেটে পায়রা ৮১, মিরের ময়দান বাসায় বসবাস করেন। জিম পিতা মাতার স্বপ্ন ইসলামিক শিক্ষায় শিক্ষিত করে বাবার মত সমাজসেবা ও সুবিধা বঞ্চিত মানুষের সেবায় নিয়োজিত করতে।
সমাজ সেবক জুবায়ের আহমেদ স্বপন বলেন, সবাই আমার ছেলে সন্তানের জন্য দোয়া করবেন। সে যেন বড় হয়ে প্রকৃত মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে পারে এবং সকলের সাহা্য্যে এগিয়ে আসতে পারে।