কানাইঘাটে বিধবা মহিলার জমি দখল নিয়ে এলাকায় উত্তেজনা

কানাইঘাট প্রতিনিধিঃ সিলেটের কানাইঘাটে অসহায় বিধবা মহিলার জমি দখল নিয়ে এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে। জানা যায়, উপজেলার লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপির মৃত আব্দুস ছালামের স্ত্রী আবেদুন নেছা ও তার বোন ছইদুন নেছার মৌরসী ২৭ শতক জমি স্থানীয় মুলাগুল নয়া বাজারে কান্দলা মৌজার বর্তমান ১৬৫ নং দাগে রয়েছে। সেই জমিতে দীর্ঘদিন থেকে আবেদুন নেছা ও ছুইদুন নেছার উত্তরাধিকারীগণ দোকান ঘর নির্মাণ করে ভোগ দখল করে আসছেন। কিন্তু তাদের প্রতিপক্ষ কান্দলা গ্রামের তৈয়ব আলীর পুত্র আবুল কালাম গংরা দীর্ঘদিন থেকে সেই জমি দখলের পায়তারা করছেন।

এরই ধারাবাহিকতায় গতকাল শুক্রবার ভোরে কান্দলা গ্রামের তৈয়ব আলীর পুত্র আবুল কালাম, আবুল হোসেন, আবুল খয়ের, সফর আলীর পুত্র মাসুম আহমদ, জাবের আহমদ, কুতুব আলীর পুত্র আবুল বাশার, আবু লেইছ ও পার্শ্ববর্তী ডাউকেরগুল গ্রামের মৃত ফরমান আলীর পুত্র ফারুক আহমদ ও তায়েফ আহমদ সহ প্রায় শতাধিক লোক বেআইনী ভাবে দলবদ্ধ হয়ে বিধবা মহিলা আবেদুন ও তার বোন ছইদুন নেছার জমি দখল করতে আসেন। সেখানে আবেদুন নেছার কাচা দোকান ঘর ভেঙ্গে তারা নতুন করে পাকা খুটি দিয়ে ঘর নির্মাণের চেষ্টা করেন। এ ব্যাপারে আবেদুন নেছার ছেলে শাহাব উদ্দিন বাদী হয়ে কনাইঘাট থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি উক্ত বিবাদীদের নাম উল্লেখ করে বলেন তার মা আবেদুন নেছা ও খালা মৃত ছইদুন নেছার উত্তরাধিকারীগণ দীর্ঘদিন থেকে তাদের মৌরসী জমিতে কাচাঁ দোকান ঘর নির্মাণ করে ভাড়া দিয়েছেন। হঠাৎ করে তার মামা ও মামাত ভাইরা এ জমি তাদের বলে দাবী করলে তার মা আবেদুন নেছা আদালতে একটি মামলা দায়ের করেছেন। মামলাটি বর্তমানে আদালতে চলছে।

এরই ফাঁকে তার মামাত ভাইরা গতকাল শুক্রবার ভোরে তাদের দোকান ঘরটি ভেঙ্গে দিয়ে তারা নতুন করে ঘর নির্মাণ করেছে। এব্যাপারে থানার এসআই স্বপন চন্দ্র সরকার জানিয়েছেন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে ঘর নির্মাণের কাজ বন্ধ করে দিয়েছে। এবং শান্তি শৃঙ্খলা রক্ষার স্বার্থে উভয় পক্ষকে কঠোর নিদের্শ প্রদান করা হয়েছে।

শেয়ার করুন