কানাইঘাটে সূচনা প্রকল্পের দুর্যোগ ব্যবস্থাপনা প্রশিক্ষণ সম্পন্ন

কানাইঘাট প্রতিনিধিঃ

সিলেটের কানাইঘাটে দুইদিন ব্যাপী সূচনা প্রকল্পের দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। জানা যায় উপজেলা লক্ষীপ্রসাদ পূর্ব ইউপি’র দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের নিয়ে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। এতে ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি স্থানীয় চেয়ারম্যান ডাঃ ফয়াজ উদ্দিনের সভাপতিত্বে ও সূচনা প্রকল্পের উপজেলা জিসিডিও এনামুল হকের পরিচালনায় ইউপি দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সকল সদস্য সহ উপস্থিত ছিলেন সূচনা প্রকল্পের পুষ্টি কর্মকর্তা এ কে শামীম আহমেদ এবং ইউপি কো-অর্ডিনেটর কামরুজ্জামান। শনিবার সূচনা প্রকল্পের উপজেলা জিসিডিও এনামুল হক জানান লক্ষীপ্রসাদ পূর্ব ইউপি’র প্রধান প্রধান দুর্যোগের ঝুঁকি সমূহ চিহ্নিত করা হয়েছে এবং এসব ঝুঁকি নিরসনে একটি কার্যকরী কর্ম পরিকল্পনা প্রনয়ণ করা হয়েছে। 

শেয়ার করুন