আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীমঃ
ঢাকা-৫ আসনের উপনির্বাচনে বাংলাদেশ কংগ্রেসের এমপি প্রার্থী মোঃ আনছার রহমান শিকদারকে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার নেতৃত্বে সকল নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আলমগীর কবির ও নির্বাচন কমিশনের জুডিশিয়াল অফিসারদের অংশ গ্রহণে আজ শনিবার ৩টায় বাংলাদেশ কংগ্রেসের আপীল শুনানীশেষে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা এই ঘোষণা দেন।
বাংলাদেশ কংগ্রেসের পক্ষে শুনানিতে অংশ নেন দলের চেয়ারম্যান এ্যাডঃ কাজী রেজাউল হোসেন ও মহাসচিব এ্যাডঃ মোঃ ইয়ারুল ইসলাম। এজলাসে এ সময় উপস্থিত ছিলেন আপীলকারী প্রার্থী মোঃ আনছার রহমান শিকদার, দলের যুগ্ম মহাসচিব এ্যাডঃ মোঃ আব্দুল আওয়াল, সাংগঠনিক সম্পাদক নাজমুল মোর্শেদ, অর্থ সম্পাদক মোঃ তাহের উদ্দিন প্রমুখ। ঢাকা ব্যাংকের পক্ষে সংশ্লিষ্ট শাখার লোন অপারেশন বিভাগের ম্যানেজার সাক্ষ্য প্রদান করেন। বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব মো. আমিরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
ক্রেডিট কার্ডে ৬ হাজার টাকা বাকী থাকায় আনছার রহমান শিকদারকে ঋণ খেলাপী আখ্যা দিয়ে তার মনোনয়ন পত্র বাতিল করা হয়। পরে টাকা পরিশোধ করে আপীল করেন তিনি। নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, রফিকুল ইসলাম, ব্রিগেডিয়ার জেনারেল শাহদাত হোসেন চৌধুরী ও বেগম কবিতা খানম সবাই আপীল মঞ্জুরের সুপারিশ করেন।
উল্লেখ্য গত ২০ সেপ্টেম্বর ঢাকা-৫ আসনে উপনির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাই করে সাতজন প্রার্থীর মধ্যে পাঁচজনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন রিটার্নিং অফিসার। ওইদিন দুজনের মনোনয়নপত্র বাতিল করা হয়। এই দুজনের মধ্যে ছিলেন বাংলাদেশ কংগ্রেস প্রার্থী ও পিডিপির লুৎফর রহমান।
অন্য প্রার্থীরা হলেন, আওয়ামী লীগের কাজী মনিরুল ইসলাম, বিএনপির সালাহউদ্দিন আহমেদ, জাতীয় পার্টির মীর আবদুস সবুর, গণফ্রন্টের এইচ এম ইব্রাহিম ভূইয়া ও ন্যাশনাল পিপলস পার্টির আরিফুর রহমান।
বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী আনছার রহমানের মনোনয়ন বৈধ হওয়ার ফলে এই আসনে এখন প্রার্থী সংখ্যা দাড়ালো ছয় জন।