জুবায়ের বিন মখলিছ, ঝিকরগাছা (যশোর) সংবাদদাতাঃ
যশোরের ঝিকরগাছা উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১১টার সময় উপজেলা নিবার্হী অফিসারের ভিডিও কনফারেন্স রুমে শেখ হাসিনার বারতা নারী পুরুষ সমতা ও আমরা সবাই সোচ্চার বিশ্ব হবে জনতার এই শ্লোগানকে সামনে রেখে আলোচনা সভা পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার আরাফাত রহমানের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাসরিন আখতার সুলতানার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, উপজেলা সমাজসেবা অফিসার এএফএম ওয়াহিদুজ্জামান, উপজেলা তথ্য কর্মকর্তা রোকসানা সুলতানা সহ আরো অনেকে।