ঝিকরগাছা (যশোর) সংবাদদাতাঃ
যশোরের ঝিকরগাছা উপজেলা প্রশাসনের আয়োজনে এবং তথ্য ও প্রযুক্তি অধিদপ্তরের সহযোগিতা দুইদিনব্যাপী ই-ফাইলিং ও ওয়েব পোর্টাল বিষয়ক প্রশিক্ষন কর্মশালার শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের সভাপতি, উপজেলা নির্বাহী অফিসার আরাফাত রহমান।
৫ অক্টোবর, সোমবার সকাল সাড়ে ৯টার সময় দুইদিনব্যাপী ই-ফাইলিং ও ওয়েব পোর্টাল বিষয়ক প্রশিক্ষন কর্মশালার সার্বিক পরিচালনা করেন উপজেলা সহকারী প্রোগ্রামার মোঃ মইনুল ইসলাম।
এই প্রশিক্ষন কর্মশালার প্রথম দিনে অংশগ্রহণ করেন উপজেলা প্রকৌশলী শ্যামল কুমার বসু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এএসএম জিল্লুর রশীদ, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার বিএম কামরুজ্জামান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসার সন্দীপ কুমার দাস, উপজেলা যুব উন্নয়ন অফিসার আরব আলী, উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাসরিন আখতার সুলতানা, সরকারী শিশু পরিবারের উপ-তত্ত্বাবধায়ক আব্দুল কাদের, উপজেলা ব্যানবেইস অফিসার মোঃ তরিকুল ইসলাম, উপজেলা পরিষদের সিএ ইমদাদুল হক ইমদাদ সহ উপজেলা পরিষদের সকল দপ্তরের প্রধান ও সহকারীবৃন্দ।