ঝিকরগাছা (যশোর) সংবাদদাতাঃ
যশোরের ঝিকরগাছা পানিসারা ইউনিয়নের বাসিন্দা বরিশাল বিশ্ববিদ্যালয়েরর শিক্ষার্থী আমির হামজা ও তার পরিবারের উপর হামলার সুষ্ঠু বিচারের দাবিতে সোমবার সকাল সাড়ে ১১টার সময় স্থানীয় প্রেসক্লাবের সামনে যশোর-বেনাপোল মহাসড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
যশোরে বসবাসরত বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আয়োজনের মানববন্ধনে উপস্থিত ছিলেন, বরিশাল বিশ্ববিদ্যালয়েরর শিক্ষার্থী আমির হামজা, জয়নাল আবেদ্দীন বাপ্পী, আকিমুল ইসলাম সৈয়কত, আশফাক বাবু, নয়ন হুসাইন, আবির হুসাইন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মীর আসাদুজ্জামান আকাশ, মনিরুল ইসলাম, মারিয়া খাতুন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুজিবুর রহমান শিশির, ইসলামী (কুষ্টিয়া) বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামিম হুসাইন, যশোর এমএম কলেজের শিক্ষার্থী রাবেয়া খাতুন, সাহিদা খাতুনসহ আরো অনেকে।