ওয়াক ওয়ে রাস্তা নির্মানের পরিদর্শন করলেন ঝিকরগাছা পৌর মেয়র

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতাঃ

যশোরের ঝিকরগাছা পৌরসদরের স্থানীয় বিএম হাই স্কুল মাঠের চারিপাশে বয়স্ক ও ডায়াবেটিস রোগীদের জন্য নিয়মিত সকাল-সন্ধ্যা চলাচলের জন্য ওয়াক ওয়ে রাস্তা নির্মাণের জন্য পদক্ষেপ নিয়েছেন পৌরসভার মেয়র আলহাজ্ব মোস্তফা আনোয়ার পাশা জামাল।

তার এই কার্যক্রমটি বাস্তবায়ন করতে সোমবার সকাল ১১টার সময় ঝিকরগাছা বিএম হাই স্কুল মাঠের কাজের পরিদর্শন করতে উপস্থিত হন ঝিকরগাছা পৌরসভার মেয়র আলহাজ্ব মোস্তফা আনোয়ার পাশা জামাল। এসময় তার সফর সঙ্গী ছিলেন প্যানেল মেয়র সাইফুল আলম সুজন, ঝিকরগাছা পৌরসভা সহকারী প্রকৌশলী মোঃ ইদ্রিস আলী সর্দার, কাউন্সিলর আব্দুর রাজ্জাক, কার্য সহকারী এনামুল কবির, পৌর যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য জুলফিকার আলী ভুট্টো প্রমুখ।

শেয়ার করুন