ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে মৌলভীবাজারে ইকরামুলের মানববন্ধন

খ ম জুলফিকার, মৌলভীবাজারঃ

নোয়াখালীর বেগমগঞ্জে নারীর উপর পৈশাচিক নির্যাতনসহ দেশব্যাপী ধর্ষণ এবং ধর্ষকদের শাস্তির চূড়ান্ত আইন বাস্তবায়নের দাবীতে ইকরামুল মুসলিমীন মৌলভীবাজার কর্তৃক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

৬ অক্টোবর (মঙ্গলবার) বিকাল ৪ টায় মৌলভীবাজার প্রেসক্লাবের সম্মুখে প্রতিকুল আবহাওয়া উপেক্ষা করে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ইকরামুল মুসলিমীন মৌলভীবাজার এর প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা এহসানুল হক জাকারিয়ার সভাপতিত্বে এবং সদর উপজেলা সভাপতি মাওলানা ইমাদ উদ্দিনের পরিচালনায় আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন ইকরামুল মুসলিমীন মৌলভীবাজারের সহ সভাপতি (মহিলা শাখা) সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট উমায়রা ইসলাম, সহ সভাপতি মন্জু দাশ, মহিলা টিম প্রধান ফাতেমা পপি, কমলগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা আব্দুস সামাদ সুমন, রাজনগর উপজেলা নির্বাহী সভাপতি হিফজুর রহমান, কমলগঞ্জে সেক্রেটারি মাওলানা মাছুম আহমদ, কুলাউড়া সেক্রেটারি মাহমুদুল হাসান সুমন, সদর সেক্রেটারি সাব্বির আহমদ এবং জুবায়ের আহমদ, হাফিয আইনুল হাসান প্রমূখ।

মানববন্ধনে বক্তারা বলেন, সিলেট ও নোয়াখালীসহ দেশব্যাপী গণধর্ষণ ও নারী নির্যাতনের মতো নেক্যার জনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ঘটনার সাথে যারা জড়িত প্রত্যেকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান ও বাংলার জমিনে আর কোনো মা,বোন লাঞ্ছিত যাতে না হয় তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবী জানান।

শেয়ার করুন