বিশেষ প্রতিনিধি, কুলাউড়া, মৌলভীবাজারঃ
“প্রবাসীদের পাশে প্রবাসী” এই স্লোগানকে সামনে রেখে অত্যন্ত সাদা-মাটা ও ঘরোয়া পরিবেশে গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী হাজিপুরবাসীর প্রাণের সংগঠন ১০ নং হাজিপুর ইউনিয়ন প্রবাসী পরিষদের অর্থায়নে অনুষ্ঠিত হয়ে গেল এক উপহার বিতরণ অনুষ্ঠান।
মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলাধিন ১০ নং হাজিপুর ইউনিয়নের হাজিপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের হল রুমে সকাল ১১টায় অনুষ্ঠিত এই আয়োজনে সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও প্রবাসী পরিষদের প্রধান সমন্বয়কারী জনাব জদিদ হায়দার চৌধুরী। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা সুয়াইব আহমদ, মাওলানা আশরাফ আলী (নিশ্চিন্তপুরী) এবং মাওলানা আলতাব উর রহমান। তাছাড়া দেশে অবস্থানরত সকল প্রবাসী হাজিপুরবাসীরাও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রবাসী তাজরুল ইসলামের সাবলিল সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রবাসী মিছবাহ্ উজ্জামান, জয়নাল আবেদিন এবং মোহাম্মদ সোহাগ আহমেদ। অনুষ্ঠানে ওমানে দুর্ঘটনায় আহত দেশ ফেরত একজন প্রবাসী ভাইয়ের চিকিৎসার জন্য নগদ ৫০ হাজার টাকা ও করোনাকালীন প্যান্ডামিকে দীর্ঘদিন ধরে দেশে আটকাপড়া ১০ জন প্রবাসী ভাইদের খোঁজে বের করে জনপ্রতি নগদ ৩ হাজার টাকা প্রদান করা হয়, যার অর্থায়ন করে দেশের বাইরে অবস্থানরত হাজিপুর ইউনিয়নবাসীর সংগঠন ১০ নং হাজিপুর ইউনিয়ন প্রবাসী পরিষদ।
পরিষদের সভাপতি গাজী ফয়ছল আহমদ জালালাবাদ বার্তাকে জানান, আমাদের এই সংগঠনের মূল লক্ষ্যই হচ্ছে সকল ধরনের রাজনীতিকে পাশ কাটিয়ে আর্তমানবতায় হাজিপুর ইউনিয়নবাসীর পাশে দাঁড়ানো। প্রবাসে বসবাসরত আমাদের হাজিপুর ইউনিয়নবাসীও যার বাহিরে নন। আমাদের সংগঠনটি একটি প্রবাসী সংগঠন, তাই প্রবাসীদের দিকেও আমাদের নজর রাখতে হবে। তিনি এই কার্যক্রমটি সফল হওয়ায় প্রবাসী পরিষদের সকল উপদেষ্টা, পৃষ্টপোষক, কার্যকরি কমিটির নেতৃবৃন্দ ও সকল সদস্যবৃন্দদের ধন্যবাদ জ্ঞাপন করেন।
সাধারন সম্পাদক এএসএম রায়হান বক্স এর ভাষায়, মাত্র এই কয়দিন পূর্বে গঠিত সংগঠনটি ইতিমধ্যে আর্তমানবতায় বেশ কিছু কার্যক্রম সম্পাদন করতে সফল হয়েছে, প্রবাসী হাজিপুর ইউনিয়নবাসীর মাটির প্রতি ভালবাসা থেকেই আমরা এই কার্যক্রমগুলো সফল করতে পেরেছি। তিনি বলেন, আমাদের উপর প্রবাসীদের ভালবাসা আর আস্থা অটুট থাকলে ভবিষ্যতে আমরা আরও বৃহৎ কাার্যক্রম হাতে নিতে পারব।
সংগঠনের সাংগঠনিক সম্পাদক কাউছার আলী জালালাবাদ বার্তাকে বলেন, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি রুহুল কুদ্দুছ চৌধুরী, সিনিয়র সহ-সাধারন সম্পাদক ইছমত আলী, সহ-সাধারন সম্পাদক লুৎফুর রহমান, অর্থ বিষয়ক সম্পাদক মাওলানা রফিক আহমদ সামাদ, প্রচার সম্পাদক আবুল কাশেম খান খোকনসহ দেশে ও বিদেশে অবস্থানরত সকল প্রবাসী পরিষদের সদস্যদের অক্লান্ত পরিশ্রম, সময়, মেধা ও অর্থায়নেই এই কর্মসূচিটি সফল হয়েছে।
প্রসঙ্গত, চলতি বছরের ২ এপ্রিল মধ্যপ্রাচ্য, ইউরোপ, আমেরিকা, আফ্রিকা ও এশিয়া মহাদেশের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা হাজীপুর ইউনিয়নের প্রবাসীদের সমন্বয়ে “১০ নং হাজীপুর ইউনিয়ন প্রবাসী পরিষদ” গঠিত হয়। সংগঠনটি ইতিমধ্যে বিভিন্ন ধাপে সমস্থ ইউনিয়নের ৯টি ওয়ার্ডের দুঃস্থদের মধ্যে নগদ অর্থ বিতরণ, ভুইগাঁও গ্রামের অসুস্থ এক ব্যবসায়ীকে চিকিৎসার জন্য অর্থ প্রদান, হাজিপুর ইউনিয়নের বরেণ্য দুই সম্মানিত ব্যক্তির পরিবারকে গুপনে নগদ অর্থ দিয়ে সহায়তা করা এবং কুরবানী ঈদের পূর্বে বেশ কয়েকটি মাদ্রাসার ৭০ জন এতিম ও হতদরীদ্র ছাত্রদের মধ্যে উপহার স্বরুপ ঈদের নতুন জামা প্রদান করে থাকে এই সংগঠনটি।
তাছাড়া বর্তমানে সংগঠনটির দেশে অবস্থানরত সদস্যদের উদ্যোগে আগামী মঙ্গলবার (১৩ অক্টোবর) দেশে ধর্ষন ও নারী নির্যাতনের প্রতিবাদ ও সুষ্ঠ বিচারের দাবিতে এক মানববন্ধনের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন সংগঠনটির প্রচার সম্পাদক আবুল কাশেম খান খোকন।
শীঘ্রই সংগঠনের পক্ষ থেকে একটি ম্যাগাজিন প্রকাশ করার কার্যক্রমও হাতে নেওয়া হবে বলে জানা গেছে।