• স্টাফ করেসপন্ডেন্ট
    শ্রীমঙ্গল উপজেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক ও উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক  আবু জাফর চৌধুরী বাড়িতে তল্লাশী চালিয়েছে পুলিশ। তবে বাড়িতে তল্লাশি চালিয়ে তাকে পায়নি পুলিশ।
    সোয়েব চৌধুরীর বাড়িতে পুলিশের তল্লাশীর ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন মৌলভীবাজার জেলা বিএনপির ও যুবদলের  নেতৃবৃন্দরা।
    রবিবার  (১১ অক্টোবর) বিকালে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল কালাপুর ইউনিয়নের কালাপুর চৌধুরী বাড়িতে তাকে গ্রেফতারের জন্য তল্লাশী চালায় পুলিশ। তিনি ওই গ্রামের মৃত ইসমাইল চৌধুরীর ছেলে।
  • মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য নাসের রহমান ও জেলা যুবদলের যুগ্ম আহবায়ক জাকির হোসেন উজ্জ্বল বলেন, বর্তমান শাসকগোষ্ঠী রাষ্ট্রক্ষমতা আঁকড়ে ধরে রাখতে আইনশৃঙ্খলাবাহিনীকে ব্যবহার করে ছাত্রদল নেতাকর্মীদের ওপর জুলুম-নির্যাতন চালাতে বেপরোয়া হয়ে উঠেছে। বাসা-বাড়িতে তল্লাশী চালিয়ে পরিবারের লোকজনের সাথে অসৌজন্যমূলক আচরণ করেছে। সরকার দেশকে ক্রমান্বয়ে ভয়াবহ নৈরাজ্যের দিকে ধাবিত করছে, যা শুভ লক্ষণ নয়।
    এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে সকল ধরনের অন্যায় অপকর্ম থেকে সরকারকে সরে আসার জন্য আহবান জানান তারা।
    এদিকে সাবেক ছাত্রদল নেতার বাড়িতে পুলিশি তল্লাশির বিষয়টি সোমবার সন্ধ্যায় নিশ্চিত করেন শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহবায়ক নিয়ামুল হক তরফদার। তিনি বলেন, আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
    তিনি আরও বলেন, গতবছর ২০১৮ সালের ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনের আগে শ্রীমঙ্গল থানা পুলিশ তার বাড়িতে গিয়ে রাতে আধাঁরে তল্লাশি চালায় এবং ওই সময় তাকে পায়নি পুলিশ,পাইলে পুলিশ হয়তোবা তাকে গ্রেফতার করতো।
    এ ব্যাপারে জানতে চাইলে শ্রীমঙ্গল থানার ওসি আব্দুছ ছালেক বলেন, ছাত্রদল নেতা আবু জাফর চৌধুরী বিরুদ্ধে সম্প্রতি নানা রাষ্ট্র বিরোধী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। যার ফলে তার বাড়িতে পুলিশ অভিযান চালায় । তবে শুনেছি বর্তমানে তিনি লন্ডনে অবস্থান করছেন।
শেয়ার করুন

Leave A Reply