নিজস্ব প্রতিবেদক :: ‘পুলিশি নির্যাতনে’ নিহত রায়হানের বাসায় গেলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যয় নগরীর আখালিয়া এলাকার নেহারিপাড়াস্থ রায়হানের বাসায় যান তিনি।

মেয়রকে দেখে রায়হানের মা সালমা বেগম ও স্ত্রী তাহমিনা আক্তার তান্নি কান্নায় ভেঙে পড়েন এবং ‘হত্যাকারীদের’ ফাঁসি চান। এসময় আরিফুল হক চৌধুরী তাদের সান্তনা এবং দোষীদের শাস্তি প্রদানের ক্ষেত্রে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

পরে রায়হানের আড়াই মাস বয়সি কন্যাসন্তান আলফাকে কোলে নিয়ে নিজেও আবেগাপ্লুত হয়ে পড়েন মেয়র আরিফুল হক চৌধুরী। নিজেকে ধরে রাখতে পারলেন না তিনি, এসময় মেয়রের চোখেও জল চলে আসে।

শেয়ার করুন

Leave A Reply