এমএইচও স্বেচ্ছাসেবী হিসেবে নিয়োগ পেলেন সাংবাদিক মোহাম্মদ মহিউদ্দিন

ডেক্স রিপোর্ট : মালয়েশিয়ায় জনপ্রিয় মানবিক সংস্থা মালয়েশিয়া ইন্টারন্যাশনাল হিউ্ম্যানটিরিয়ান অর্গানাইজেশন (এমএইচও) বাকরি, মুয়ার, জুহুর অস্থায়ী স্বেচ্ছাসেবী হিসেবে নিয়োগ পেলেন সাংবাদিক মোহাম্মদ মহিউদ্দিন।

গত রোববার ১৫ অক্টোবর ২০২০ প্রতিষ্টানের সাধারণ সেক্রেটারি দাতো হিশামুদ্দিন বিন হাশিম, মানবিক সংগঠনের প্যাডে স্বাক্ষরিত পত্রে নিয়োগ দেওয়া হয়। উক্ত প্রতিষ্ঠানের একমাত্র বাংলাদেশি প্রবাসী হিসেবে দায়িত্বে আছেন মোঃ শাহারিয়ার ইসলাম, সিনিয়র অফিসার কর্তৃক এ নিয়োগ প্রদান করা হয়।

আরো উল্লেখ থাকে যে, মানবিক সংগঠনের স্বেচ্ছাসেবী হিসেবে দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করার আশাবাদ ব্যক্ত করেন। তবে সংগঠনের সুনাম অক্ষুন্ন রাখা এবং কোন প্রকার অপব্যবহার করলে সংগঠনের নিয়ম অনুসারে এই নিয়োগ বাতিল করার শর্তাবলী রেখে নিয়োগ প্রক্রিয়া ৩১ ডিসেম্বর ২০২০ মেয়াদ দেওয়া হয়েছে।

এ সময় শাহারিয়া ইসলাম জানান, মহিউদ্দিনকে সংগঠনের নিয়োগ দেওয়ায় বাকরি, মুয়ার, বুকিত পাসির এলাকায় সকল প্রবাসী বাংলাদেশীদের বিপদে-আপদে পাশে থাকার ব্যক্ত করেন। বিশেষ করে যাদের কোন কাগজপত্র ও পাসপোর্ট নাই এবং কোন কোম্পানীতে করছেন মালিক বেতনে দেয় না বা মিথ্যা মামলা দিয়ে জেলে আছেন। এসকল প্রবাসীদের সব ধরনের আইনি সহযোগিতা করতে এই প্রতিষ্ঠানের একমাত্র লক্ষ্য। এই প্রতিষ্ঠানে কয়েক হাজার বাংলাদেশী সদস্য আছেন। যারা এই মালয়েশিয়াতে বৈধ আছেন অথবা কাগজপত্রহীন আছেন। কোন কোন কারণে কোম্পানীর মালিকের কাজ করছেন ঠিক মত বেতন পাচ্ছেন না তারা সকলেই আমাদের সেবা গ্রহণ করতে  পারবেন। এমএইচও সব সময় প্রবাসীদের সহযোগিতা করার জন্য পাশে আছেন। আপনার বিপদের সময় আমাদের কয়েকটি ইমার্জেন্সি নাম্বার দেওয়া আছে সেখানে সকলে যোগাযোগ করতে পারবেন। আমাদের এই প্রতিষ্ঠানের সদস্য হলে আপনার অনেক সুযোগ সুবিধা গ্রহণ করতে পারবেন। প্রথমতো আপনার কোন কাগজপত্র নাই পুলিশ আপনাকে হ্যানস্তা করছে আমাদের সদস্য হলে আপনাকে একটি আইডি কার্ড দেওয়া হবে সেখানে আমাদের হটলাইন +601129050000 নাম্বারে কল করে বিস্তারিত জানাবেন আমরা অতিদ্রুত আপনার সমস্যা সমাধান করতে এগিয়ে আসবে আমাদের প্রতিনিধি ও আইনজিবীরা। যারা মুয়ার এলাকায় সদস্য হওয়ার জন্য যোগাযোগ করবেন তারা কল করতে পারেন +60166291697, ইমো ও হোয়াটসঅ্যাপ।

শেয়ার করুন