ডেক্স রিপোর্ট: হবিগঞ্জের মাধবপুর উপজেলার বুল্লা গ্রামে গত শুক্রবার (১৬অক্টোবর) বিকালে অসহায় বিধবা মহিলা মোছাঃ আছিয়া খাতুনকে স্বচ্ছতা গ্রুপের পক্ষ খেকে একটি ঘর উপহার দেওয়া হয়। মোছাঃ আছিয়া খাতুন বুল্লা বাজারের পাশে এটি ছোট ঝুপড়ি ঘরে বসবাস করতেন। তার এই মানবিক জীবন ধারণের চিত্রটি ধরা পড়ে স্বচ্ছতার মানিবক সদস্য খাইরুল ইসলাম খান ও কাদির হোসেন জুয়েলের চোখে। তাৎক্ষনিক তারা মহিলা ও তার বসবাসের ঘরের ছবি তুলে স্বচ্ছাতার উদ্যোক্তাকে ইনবক্স বিস্তারিত জানান। তারপর মহিলার ঘরের জন্য স্বচ্ছতা গ্রুপের সকল সদস্যদের আর্থিক সহযোগিতায় একটি ঘর উপহার দেওয়া হয়।
স্বচ্ছতার উদ্যোক্তা মানবিক সহযোগিতার আবেদনটি গ্রুপে উপস্থাপন করেন এবং সদস্যদের মতামতের ভিত্তিতে ঘর করে দেওয়ার সহযোগিতার প্রস্তাবটি গৃহিত হয়। আজ স্বচ্ছতা গ্রুপের পক্ষ থেকে সেই অসহায় গৃহহীন মোছাঃ আছিয়া খাতুনের জন্য নির্মিত নতুন ঘর হস্তান্তর করা হয়।
ঘর হস্তান্তর অনুষ্ঠানটি স্বচ্ছতা সদস্য শেখ সামছুল হক এর সঞ্চালনায়, স্বচ্ছতার সিনিয়র সদস্য আলী আহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবপুর প্রেস ক্লাবের সভাপতি মহিউদ্দিন আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাব্বির হাসান, বিশিষ্ট দানবীর বশির আহম্মদ, বু্ল্লা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ তাজ উদ্দিন আহম্মদ টেনু, জিতু সরদার, স্বচ্ছতার সদস্য মোঃ জিয়াউর রহমান সুজন, মোঃ নজরুল ইসলাম, সাদমান জহির, সাংবাদিক হামিদুর রহমান, মশিউর রহমান মামুন, জুবায়েদ আহম্মেদ স্বপন, মোঃজাকারিয়া, জুবায়ের, রুবেল, খাইরুল ইসলাম খান, মোঃ মামুন মিয়া, নজরুল ইসলাম তুহিন, কাদির হোসেন জুয়েল, শামসুদ্দিন শামসু, মোঃ সুজন, অর্জুন পালসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।