- জেলা প্রশাসক, মৌলভীবাজার জনাব মীর নাহিদ আহসান আজ ২১.১০.২০২০ খ্রি: আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে বিভিন্ন মন্দির ও অন্যান্য স্থানে পূজা মন্ডপের চলমান প্রস্তুতি, নিরাপত্তা ও অন্যান্য কার্যক্রম পরিদর্শন করেন। তিনি এসময় পূজা উদযাপনের সাথে জড়িত ব্যক্তিবর্গের সাথে শারদীয় দুর্গাপূজা সংশ্লিষ্ট সামগ্রিক বিষয়ে আলোচনা করেন ও জেলা প্রশাসন, মৌলভীবাজার কর্তৃক প্রয়োজনীয় সকল প্রকার সহায়তা প্রদানের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
- পূজা মন্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, মৌলভীবাজার সদর, মৌলভীবাজার পৌর পূজা উদযাপন কমিটির সম্মানিত সভাপতি ও সাধারণ সম্পাদক, এবং জেলা প্রশাসনের কর্মকর্তাগণ।
পূজা মন্ডপের প্রস্তুতি পরিদর্শন করলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান
শেয়ার করুন