২৪৬ লিটার মদ জব্দ

স্টাফ রিপোর্টার॥ গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প) এর একটি আভিযানিক অভিযান চালায়।
৪ নভেম্বর বুধবার এ এস পি আফসান-আল-আলমএর নেতৃত্বে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানাধীন ফুলছড়া এলাকা থেকে মাদক কারবারি ১) মিলনব্যানার্জী (৪৭), পিতা-মৃতহরিব্যানার্জী,সাং-খাইক্কাছড়া ২) কার্তিককুর্মী (৩০), পিতা-মৃতআশির্বাদ কুর্মী, সাং-ফুলছড়াউভয় থানা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজার’দ্বয়কে গ্রেফতার করে তাদের হেফাজত থেকে ২৪৬ লিটার দেশীয় চোলাই মদ জব্দ করেন। র‌্যাব বাদি হয়ে উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামি দ্বয়ের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করেছে
শেয়ার করুন