বিনামূল্যে হস্তশিল্প প্রশিক্ষণ এর ব্যবস্থা করেছেন সিলেটের কাইটস ক্রাফট এর স্বত্বাধিকারী, উদ্যোক্তার ইচ্ছায় সফলতা (উইস)এর প্রকল্প পরিচালক,বিশিষ্ট উদ্যোক্তা ও ফ্যাশন ডিজাইনার কাইটস মাসুদ।

রহিমা আক্তার ডলিঃ

সিলেটের মিলেনিয়াম শপিং কমপ্লেক্স এর কাইটস ক্রাফট এর স্বত্বাধিকারী, উদ্যোক্তার ইচ্ছায় সফলতা (উইস)এর প্রকল্প পরিচালক, বিশিষ্ট উদ্যোক্তা ও ফ্যাশন ডিজাইনার কাইটস মাসুদ গতকাল ৪ নভেম্বর ২০২০ সিলেট নগরীর সাগরদিঘীর পাড় এ বিনামূল্যে  শিউলি হস্তশিল্প প্রশিক্ষণ এর উদ্বোধন করেন।উনি জানান ব্যাপক প্রচারনা করা হয়েছে তারপর ও সবাই সহযোগীতা করলে খবর টি সবার কাছে পৌঁছে দিতে পারলে অনেক নারীরাই বিনামূল্যে প্রশিক্ষণ টি নিতে পারবেন।রিপোর্ট করা বন্ধ করে দিয়েছিলাম কিন্তু এমন একটা মহতি উদ্যোগ এর খবর লিখতে আবার রিপোর্ট এ আসলাম।সিলেটের মহিলারা যে যেখান থেকে শিখতে আগ্রহী আপনারা সবাই ছবিতে দেয়া ঠিকানা অনুযায়ী গিয়ে বিনামূল্যে কাজ শিখতে পারেন।আন্তরিক ধন্যবাদ জানাই কাইটস মাসুদ ভাইকে এই মহতি উদ্যোগ এর জন্য।যার ভূমিকা আসলেই প্রশংসনীয়। 

শেয়ার করুন