- মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উপজেলার আশিদ্রোন ইউনিয়নের আমনাতপুরে সিরাজ মিয়ার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
- সিরাজ মিয়ার বলেন, ডাকাতরা প্রথমে বাড়ির সামনের গ্রিল ভাঙ্গে, পরে দরজা ভেঙ্গে চার ডাকাত ঘরে ঢুতে তাকে মারধোর করে বাড়ির তিন সদস্যকে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে এক কক্ষে আটকিয়ে রাখে। পরে আলমারী তছনছ করে প্রায় স্বর্ণালংকার, মোবাইল সেট ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায়। তাদের সবার মুখে মাস্ক পরা ছিল। রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
- শ্রীমঙ্গল থানার ওসি আব্দুস ছালেক বলেন, এ ঘটনায় দুই ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। বাকীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
শেয়ার করুন