মৌলভীবাজার প্রতিনিধি.
আসন্ন শীতে করোনা ভাইরাস সংক্রমণের সম্ভাব্য সেকেন্ড ওয়েভ প্রতিরোধে ব্যাপক জনসচেতনতা সৃষ্টিতে একযোগে মৌলভীবাজার জেলা সদরসহ সাত উপজেলায় সচেতনতামূলক কর্মসূচি ও মাস্ক বিতরণ কার্যক্রম চলছে।
মঙ্গলবার সকাল থেকে মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের নেতৃত্বে মৌলভীবাজার জেলা সদরসহ সাত উপজেলায় একযোগে সচেতনতামূলক কর্মসূচি পালন ও মাস্ক বিতরণ কার্যক্রম চলছে। এরআগের দিন সোমবার সারা জেলায় মাস্ক বিতরণ কর্মসূচী পালন করেন।
মৌলভীবাজার জেলা সদরে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম ও মাস্ক বিতরণে অংশগ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মামুনুর রশিদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানিয়া সুলতানা এবং জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা। সাত উপজেলায় একযোগে সচেতনতামূলক কার্যক্রম ও মাস্ক বিতরণ কর্মসূচি পরিচালনা করেন সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ এবং সহকারী কমিশনার (ভূমি)।
মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান বলেন, করোনা ভাইরাস সংক্রমণের সেকেন্ড ওয়েভ প্রতিরোধে মৌলভীবাজার জেলার সকলের মাঝে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে জেলা প্রশাসন, মৌলভীবাজার দৃঢ়প্রতিজ্ঞ এবং তৎপর। প্রধানমন্ত্রীর সদয় নির্দেশনা অনুসারে করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে মাস্ক ব্যবহার এবং অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে জেলা প্রশাসন, মৌলভীবাজার অত্যন্ত কঠোর অবস্থান গ্রহণ করবে। তারআগে সবার মাঝে ব্যাপক জনসচেতনতা সৃষ্টি করা হচ্ছে যাতে সবাই স্বেচ্ছায় সচেতন হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলেন।

 

শেয়ার করুন

Leave A Reply