বিজয় দিবসে দু,শতাধিক শিশুদের খাবার বিতরন করলেন নির্মাণ উদ্যোক্তা উন্নয়ন সংগঠন।।

  1. রহিমা আক্তার ডলিঃ

 

জয় দিবসে দু’শতাধিক শিশুকে খাবার দিল ‘নির্মাণ উদ্যোক্তা উন্নয়ন সংগঠন’

সিলেটর উদ্যোক্তা অঙ্গনের অনন্য নাম বহুল আলোচিত সামাজিক সংগঠন ‘ নির্মাণ উদ্যোক্তা উন্নয়ন সংগঠন ‘এবার ব্যতিক্রমি আয়োজনের মধ্য দিয়ে বিজয় দিবস উদযাপন করেছে। সুবিধাবঞ্চিত শিশুদের জন্য তারা আয়োজন করেছিল ‘সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে বিজয় উল্লাস’ নামক একটি অনুষ্ঠানের।

বুধবার (১৬ ডিসেম্বর) দুপুরে সংগঠনটির উদ্যোগে সিলেট নগরীর শাহী ঈদগাস্থ লালটিলায় প্রায় দুই শতাধিক অসহায় পথশিশুদের হাতে খাবার এবং সচেতনতা মূলক মাস্ক তুলে দেয়া হয়। উক্ত খাবার বিতরণ করতে অর্থায়নে ছিলেন বিশিষ্ট সাংবাদিক,শিক্ষানুরাগী তরুণ উদ্যোক্তা জনাব সাইফুল ইসলাম।
সার্বিক সহযোগীতায় ছিলেন হাংরি বাইটের স্বত্বাধীকারী সংগঠনের সদস্য এলী আতিয়া রহমান।

সংগঠনের সভাপতি কাইটস মাসউদ এর সভপতিত্বে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফরহাদ আহমেদ হৃদয়ের সঞ্চালনায় আয়োজিত এই খাদ্য বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শামছুর রহমান হীরা,নজরুল ইসলাম,হাবিবুর রহমান,শাহেদ হোসেন।

এ ছাড়া আরও উপস্থিত ছিলেন, সংগঠনের সিনিয়র সহ সভাপতি দিবা খাঁন,ধর্ম বিষয়ক সম্পাদিকা মুক্তাশ্রী দেব,ত্রাণ ও পূর্ণবাসন বিষয়ক সম্পাদিকা ইসরাত জাহান,নারী ও শিশু বিষয়ক সম্পাদক নাহার ইসলাম রেগেলিয়া,সাস্থ্য বিষয়ক সম্পাদিকা লুপী রাণী বর্ধন,অর্থ ও দপ্তর সম্পাদক সাদিকুর রহমান,ক্রীড়া সম্পাদক খায়রুজ্জামান আকিব,সমাজকল্যাণ সম্পাদক সৈয়দ সাকাল আবেদীন,রেজাউল করীম,ধর্ম বিষয়ক সম্পাদক তাহমিদ খাঁন মারজান,নাবিলা চৌধুরী,এম এ হানিফ,জাবের খাঁন,নুরশাদ আলম চৌধুরী,তাহমিনা তারিন,মুনতাছীর ইবনে মাছুম,ইমরান খাঁন,ইমন হোসেন,লোকমান হোসেন,ফারহান আহমেদ প্রমুখ ।

এমন উদ্যোগের বিষয়ে জানতে চাইলে সংগঠনটির সভাপতি কাইটস মাসউদ বলেন, বিজয় দিবস নিঃসন্দেহে আমাদের জন্য একটা উৎসবের দিন। অথচ বিভিন্ন জাতীয় দিবসে আপনি শহীদ মিনারের আশপাশে অসংখ্য ছেলে-মেয়েকে অসহায়ের মতো ঘুরতে দেখবেন। তাদের কাছে এই দিনের আলাদা কোনো আবেদন নেই। সেই শিশুদেরকে বিশেষ দিনের একটু স্বাদ দিতেই আমাদের এই আয়োজন।

শেয়ার করুন