বাংলাদেশের করোনাকালীন সময়ে দেশীয় পণ্যকে দেশ বিদেশে ফুটিয়ে তুলেছেন (উইমেন এন্ড ই কমার্স ফোরাম(উই),এখন দেশীয় জামদানী শাড়িতে বিয়ের শাড়ি ও খ্যাতি অর্জন করেছে।

রহিমা আক্তার ডলিঃ

 

উইমেন এন্ড ই কমার্স ফোরাম (উই) বাংলাদেশের সর্ববৃহৎ অনলাইন গ্রুপ,১১ লক্ষ সদস্যের এতোবড় গ্রুপ আর কোথাও নেই।উই গ্রুপের প্রতিষ্ঠাতা ই ক্যাব এবং সার্চ ইংলিশ গ্রুপ এর কর্ণধার রাজিব আহমেদ এবং উই এর প্রেসিডেন্ট নাছিমা আক্তার নিশা শুধু দেশীয় পণ্যের চিন্তা করেই এই গ্রুপ গঠন করেন।

রাজিব আহমেদ স্যারের নির্দেশনা ও নাছিমা আক্তার নিশা আপুর অক্লান্ত পরিশ্রম এর ফলে গত এক বছরে ১০ লক্ষ সদস্যের পরিবার হয়ে উঠে উই।

নারী উদ্যোক্তার অগ্রদূত নাছিমা আক্তার নিশা লক্ষ লক্ষ নারী উদ্যোক্তা বের করে আনেন এবং করোনাকালীন সময়ে যখন চাকরি হারিয়ে, কাজ না পেয়ে মানুষ হাতাশ, সেই ক্রান্তিলগ্নে তিনি লক্ষ লক্ষ নারী উদ্যোক্তা বের করেন যারা শুধু দেশীয় পণ্য নিয়ে কাজ করে অধিকাংশ নারী পুরুষ লাখপতি হতে পেরেছেন।

রাজিব আহমেদ স্যার ও নাছিমা আক্তার নিশার স্বপ্ন একটাই ছিল দেশীয় পণ্যকে বিশ্বব্যাপী তুলে ধরা।

আজ তাদের পরিশ্রম সফল ও সার্থক হারিয়ে যাওয়া দেশীয় পণ্য,শীতল পাটি,বেতের জিনিস, কাঁসার জিনিস, জামদানি, মনিপুরী, রাজশাহী সিল্ক,খেশ শাড়ি বিভিন্ন জায়গার প্রসিদ্ধ খাবার যেমন ঃ তুলসী মালা চাল,সিঁদল, ছাতু,ইত্যাদি সব খাবার ও নতুন করে দেশ বিদেশে ছড়িয়ে পড়ে।

উই এর অন্যতম অবদান দেশীয় জামদানী বিয়ের শাড়ি। যা সত্যিই দৃষ্টি নন্দন ও আকর্ষনীয়। জামদানী কন্যা কাকলী রাসেল তালুকদার জামদানী কে উই এর মাধ্যমে দেশ বিদেশে  ছড়িয়ে দিয়ে খ্যাতি অর্জন করেছেন।

আন্তরিক কৃতজ্ঞতা, ধন্যবাদ ও বিনম্র শ্রদ্ধা জানাই রাজিব আহমেদ ও নাছিমা আক্তার নিশা আপুকে অত্যন্ত দক্ষতা,বুদ্ধিমত্তা,ও সুচারু রুপে গ্রুপ পরিচালনা করে দেশীয় পণ্যকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার জন্য।

শেয়ার করুন