- বিশেষ প্রতিনিধি.
- সদ্য প্রকাশিত বিসিএস ৪০তম ব্যাচের প্রশাসন ক্যাডারে লিখিত পরীক্ষায় সাফল্যের সাথে উত্তীর্ণ হয়েছেন তাসলিমা আক্তার।
তাসলিমা ২০২০ সালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ইংরেজি সাবজেক্টে অনার্স মাস্টার্স সম্পন্ন করেছেন ।
তাসলিমা বলেন, তিনি সিলেট নগরীর একটি ভাড়া বাসায় থেকে লেখাপড়া করতেন। তার বাড়ি নরসিংদী জেলার পলাশ উপজেলার মো.লিয়াকত হোসেন ও ফাতেমা বেগমের মেয়ে।
তাসলিমা বলেন, আমার বাবা-মা সবাই আমাকে উৎসাহ দিয়েছেন। তিনি বলেন, আমার শিক্ষকদের অবদান আমি জীবনেও ভুলব না। তারা সবাই আমাকে অনেক স্নেহ করতেন এবং পড়াশোনার বিষয়ে সব ধরনের সহায়তা করেছেন।
তবে বিসিএস পরীক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, যারা বিসিএস পরীক্ষা দেবেন তাদের পরিকল্পনা করে পড়াশোনা করতে হবে। যতক্ষণ সময় পাওয়া যায় ততক্ষণ পড়াশোনায় ব্যয় করতে হবে। কারও নেতিবাচক কথায় কান না দেয়া যাবে না।
প্রসঙ্গত. সম্প্রতি বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি)। পিএসসি-সংশ্লিষ্ট একাধিক সূত্র জানা গেছে, ১০ হাজার ৯৬৪ জন পাস করেছেন। মৌখিক পরীক্ষা ১৬ ফেব্রæয়ারি থেকে শুরু হবে।
শেয়ার করুন