ডেস্ক রিপোর্ট : হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের হরষপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে গত রবিবার আয়োজিত অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন একটি সামাজিক সংগঠনের যাত্রা শুরু করেন। নতুন সংগঠনের নাম রাখা হয়েছে রেমিট্যান্স যোদ্ধা ধর্মঘর পশ্চিমাঞ্চল। ধর্মঘর পশ্চিমাঞ্চলের বিভিন্ন দেশের প্রবাসীরা এই সংগঠনটি অনলাইনের সামাজিক যোগাযোগ ফেইসবুকের মাধ্যমে এক জন আরেক জন বন্ধু হয়ে বিভিন্ন গ্রামের অসহায়দের পাশে থাকার জন্য গত ৭ ফেব্রুয়ারী ২০২১ সালে রেমিট্যান্স যোদ্ধা ধর্মঘর পশ্চিমাঞ্চল নাম করণ করেন। তার স্লোগান “সমাজের অসহায় হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাড়াঁনো আমাদের লক্ষ্য” মানব কল্যাণের নিয়োজিত সংগঠনটি যাত্রা শুরু প্রথম দিনই এলাকার ৫০জন দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় স্কুল ব্যাগ, হরষপুর দারুল উমুল মাদ্রাসায় ২০ খানা পবিত্র কোরআন শরীফ ও নগদ অর্থ প্রদান করেন। ভবিষ্যতেও এই সংগঠনটি এমন আরো অনেক অনেক সহযোগিতা করার জন্য আমরা সর্বদায় প্রস্তুত থাকবে।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আব্দুল নুর, সাবেক চেয়ারম্যান। আমন্ত্রীত অতিথিরা ছিলেন ফারুক আহাম্মেদ পারুল, সাইফুর রহমান টিটু, সোহেল মিয়া, মুক্তার হোসেন প্রমুখসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাইফুল ইসলাম জুনাইদ, অর্থসম্পাদক ও স্থানীয় প্রতিনিধি।
এছাড়াও উক্ত সংগঠনের র্যামিট্যান্স যোদ্ধা ধর্মঘর পশ্চিমাঞ্চল প্রবাসীরা যারা সংগঠনটি পরিচালনা করেন কামরুল হাসান, জসিম উদ্দিন, জহিরুল ইসলাম, নাদিম হোসাইন, সোহাগ চৌধুরী, ইসমাইল হোসাইন, জুনায়েদ আহমেদ, জুয়েল মিয়া, রুক মিয়া, রাজ্জাক মিয়া, মোঃ ছায়েদ মিয়া, আলমগীর হোসাইন, জুলহাশ, মাসুক মিয়া, আলমগীর হোসাইন, এখলাছুর রহমান, সোহাগ মিয়া প্রমুখ।