তিশা বাঁচতে চায়

ডেক্স রিপোর্ট: ব্রাহ্মণবাড়ীয়ার জেলার বিজয়নগর উপজেলার পাক হরষপুর গ্রামের দক্ষিণপাড়া নান্নু মিয়ার মেয়ে মোছাঃ তিশা আক্তার (৮) এর। সে স্বাভাবিকভাবে কিছু খেতে পারেন না। জরুরী ভিত্তিতে তার হার্টের ছিদ্রর উন্নত চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। অন্যথায়, তার জীবন নাশের আশংকা রয়েছে।

তিশার শারীরিক সমস্যা দিন দিন আরো জটিল হচ্ছে। কিন্তু ২ লাখ টাকার অভাবে তার চিকিৎসা চলছে না। তার ব্যয়বহুল চিকিৎসার ভার বহন করে তার দরিদ্র পরিবার আজ নিঃস্ব প্রায়। বর্তমানে ঢাকা হার্ট ফাউন্ডেশনে চিকিৎসা নেওয়ার জন্য চেষ্ঠা চলছে। কিন্তু টাকার অভাবে তার চিকিৎসা বন্ধ প্রায়।

তিশা আক্তারের পিতা নান্নু মিয়া একজন রিক্সাচালক । দরিদ্র পিতা একমাত্র মেয়েকে নিয়ে কখনো ঢাকা আবার কখনো ব্রাহ্মণবাড়ীয়া হাসপাতালে চিকিৎসার জন্য দৌড়ঝাপ করছেন। নান্নু মিয়ার জমিজমা সহায়-সম্বল বলতে কিছুই নেই।

এমতাবস্থায় তিশার অসহায় ও নিরুপায় পিতা মেয়ের সুচিকিৎসার জন্য সকল হৃদয়বান ও দানশীল ব্যক্তির কাছে আর্থিক সাহায্য কামনা করেছেন।

প্রবাসী ভাইদের প্রতি অনুরোধ রহিল অসহায় তিশার পাশে একটু দাড়াঁন।

তিশার চিকিৎসার সাহায্য দিতে সরাসরি যোগাযোগ করা যাবে ।
আপনারা বিকাশ/রকেট/নগদ = ০১৭৬৩০৮১০৮৫
০১৬৪৭৮৫৮৪০৬ মোবাইল নম্বরে।  সাহায্য পাঠানো যাবে।

শেয়ার করুন