যুক্তরাজ্যের বার্মিংহামে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী এক দম্পতির প্রাণহানি

লন্ডন (যুক্তরাজ্য) প্রতিনিধিঃ

যুক্তরাজ্যের বা‌র্মিংহা‌মে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী এক দম্পতির মৃত্যুর ঘটেছে।২৩ ফেব্রুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় বার্মিংহাম শহরের সন্নিকটে রেডিচ A441 মহাসড়কে তিনটি কার ও একটি মোটর সাইকেলের সংঘর্ষে এই সড়ক দুর্ঘটনাটির ঘটনা ঘটে।ঘটনাস্থলেই প্রাণ হারান পা‌পিয়া বেগম (৩৭) এবং তার স্বামী আব্দুর রহমান মু‌য়িম (৪৫) কে মারাত্মক আহত অবস্থায় এয়ার এম্মুলেন্স করে হাসপাতালে নেওয়ার পথে তিনিও মৃত্যু বরণ করেনl

বার্মিংহামের বচলিথের আম্বাসলি রোডের বাসিন্দা আব্দুর রহমান মু‌য়িম ও তার স্ত্রী পা‌পিয়া বেগম নিহত এই দম্প‌তি চার সন্তা‌নের জনক ও জননী।আব্দুর রহমান মু‌য়িমের দেশের বাড়ি মৌলভীবাজারের রাজনগর উপজেলার মনসুরনগর ইউনিয়নের কদমহাটার বিনয়শ্রী গ্রামে এবং তার স্ত্রী পা‌পিয়া বেগমের বাবার বাড়ি মৌলভীবাজার সদর উপজেলার বাজরাকোনা গ্রামে l বৈশ্বিক মহামারী করোনার মাঝে মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী দম্পতির এই মৃত্যুর খবরে বার্মিংহাম তথা যুক্তরাজ্যে প্রবাসী বাংলাদেশীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

শেয়ার করুন