মৌলভীবাজার প্রতিনিধি.
ফিনলে টি কোম্পানির চেয়ারম্যান ও বিশিষ্ট শিল্পপতি, ইষ্টকোষ্ট গ্রæপের চেয়ারম্যান. প্রাইম ব্যাংকের সাবেক চেয়ারম্যান, মৌলভীবাজারের কুলাউড়ার কৃতি সন্তান আজম জে চৌধুরী এবং লাইলাক কমিউনিকেশনস এর চেয়ারপারসন সেলিনা চৌধুরীর মাতা বখতুন্নেসা চৌধুরী গত ২মার্চ মঙ্গলবার রাত ১১টা ৪০ মিনিটের সময় ঢাকার স্কয়ার হাসপাতালে মৃত্যুবরণ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। মৃতুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তার মৃত্যু পরিবারের সদস্য, আত্মীয় স্বজন ও গুণগ্রাহীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
মরহুমার জানাযার নামাজ (৩ মার্চ) বুধবার বেলা ২টার দিকে কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের হোসেনপুর ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়। নামাজে জানাজায় মারহুমার স্মৃতিচারণ করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ফিনলে টি কোম্পানি চেয়ারম্যান, বিশিষ্ট শিল্পপতি, ইষ্টকোষ্ট গ্রæপের চেয়ারম্যান ও প্রাইম ব্যাংকের সাবেক চেয়ারম্যান, আজম জে চৌধুরী, কাদিপুর ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান সালামসহ অন্যন্যরা। নামাজে জানাজায় বিভিন্ন রাজনৈতিক দলের ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের বিপুল সংখ্যক লোকজন অংশ নেন । নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।
ফিনলে পরিবারের শোক:
ফিনলে টি কোম্পানির চেয়ারম্যান আজম জে চৌধুরীর মাতার মৃত্যুতে ফিনলে পরিবার গভীরভাবে শোকাহত এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন ফিনলে টি কোম্পানির চীফ এক্সিকিউটিভ অফিসার এস এ এ মাসরুর। ফিনলে টি কোম্পানি চীফ এক্সিকিউটিভ (প্লান্টেশন) তাহসিন আহমেদ চৌধুরী, ফিনলে টি কোম্পানি জেনারেল ম্যানেজার (বিপণন) এ কে এম. মোরশেদ আহমেদ চৌধুরী, ফিনলে টি কোম্পানি মার্কেটিং ম্যানেজার সাব্বির সাহাবুদ্দিন, ফিনলে টি কোম্পানির কুমিল্লা রিজিওয়নের রিজিওনাল ম্যানেজার রাশেদ হাসান চৌধুরী,সিলেট বিভাগের মার্কেটিং অফিসার ইবাদুল ইসলাম,ফিনলে টি কোম্পানির পরিবেশক মেসার্স ফাহিম এন্টার প্রাইজের সত্বাধিকারী মো.সাইফুল ইসলাম।
শ্রীমঙ্গল চা ব্যবসায়ীদের শোক.
শ্রীমঙ্গল চা ব্যবসায়ী সমিতির সভাপতি মো.চেরাগ আলী ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান হিমেল,গ্রীন লিফ টি হাউজের স্বত্বাধিকারী বিষ্ণু সেন চৌধুরী, গুপ্ত টি হাউসের সত্বাধিকারী পীযুষ দাস গুপ্ত,পপুলার টি হাউসের সত্বাধিকারী শহীদ আহমেদ,শাওন টি হাউসের জামাল আহমদ,আল আমিন টি হাউসের আবাসুর রহমান লিটন, মাস্টার টি সাপ্লাই সাইফুল ইসলাম বুলবুল, মা মণি টি হাউসের রফিকুল ইসলাম কাউছার,শাহ্ টি হাউসের মহুশদ আহমদ,মাহাদি টি হাউসের মামুন আহমদ প্রমুখ।