টরন্টো, কানাডাঃ
২১ মার্চ ২০২১ (রবিবার) সন্ধ্যা ৭টায় ‘সর্বজনীন মহান একুশে ফেব্রুয়ারী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন’ উপলক্ষে একটি প্রস্তুতি কমিটি গঠনের লক্ষ্যে জালালাবাদ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক “আজকাল” সম্পাদক মাহবুব চৌধুরী (রনি)’র সঞ্চালনায় এক ভার্চ্যুয়াল সভা অনুষ্ঠিত হয়।
সভায় টরন্টোর বাংলাদেশি কমিউনিটির বিশিষ্টজনদের মধ্যে বক্তব্য প্রদান করেন কবি আসাদ চৌধুরী, কবি-লেখক ও গবেষক হাসান মাহমুদ, নাট্যকার আহমেদ হোসেন, লেখিকা সালমা বাণী, অসোয়া থেকে লিবারাল পার্টি মনোনীত ফেডারেল প্রার্থী আফরোজা হোসেন, অরগানাইজেশন ফর টরন্টো ইন্টারন্যাশনাল মাদার ল্যঙ্গুয়েজ ডে মনুমেন্ট (ওটিআইএমএলডিএম) এর সাবেক পরিচালকবৃন্দ ইঞ্জিনিয়ার রেজাউর রহমান (সভাপতি এসোসিয়েশন অব বাংলাদেশী ইঞ্জিনিয়ার‘স ইন ওন্টারিও -ABEO), বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি ফায়েজুল করিম, সাপ্তাহিক “ভোরের আলো” সম্পাদক আহাদ খন্দকার, উদীচী শিল্পী গোষ্ঠী কানাডার সম্পাদক সুমন সাঈয়েদ, সুকন্যা নৃত্যাঙ্গনের নৃত্যগুরু অরুণা হায়দার, সাপ্তাহিক “দেশের আলো” সম্পাদক সাইদুন ফয়সল ও জালালাবাদ এসোসিয়েশনের সাকের এম চৌধুরী। ব্যরিষ্টার আলমগীর হোসাইন (সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই), এনআরবি টিভি‘র আব্দুল হালিম মিয়া, ইঞ্জিনিয়ার নওশের আলী (সভাপতি খুলনা ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি এলামনি কানাডা ও পরিচালকএ এসোসিয়েশন অব বাংলাদেশী ইঞ্জিনিয়ার‘স ইন ওন্টারিও -ABEO), জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি দেবব্রত দে তমাল, জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সভাপতি সাদ চৌধুরী, মহিলা আওয়ামীলীগ কানাডার সভানেত্রী হাসিনা আক্তার জানু, আবৃত্তিকার রেজা অনিরুদ্ধ, লেখক ও গবেষক ডঃ মঞ্জুরে খোদা তরিক, কৃষিবিদ মোহাম্মদ বাশার (সাবেক সাধারণ সম্পাদক আবাকান), টরন্টো দুর্গাবাড়ীর সভাপতি ও সাবেক সহ-সভাপতি আবাকান ডঃ সুশীতল সিংহ চৌধুরী, সাংবাদিক সৈকত রুশদী, ফারহানা চৌধুরী বিন্দু, হাশমত আরা চৌধুরী জুঁই (সহ-সভাপতি আবাকান ও উদীচী শিল্পী গোষ্ঠী কানাডা সংসদ), আবৃত্তিকার ঈশাত আরা মেরুনা, রোকেয়া পারভীন, এরিন কবির, ডঃ সুরভী সাঈদ, মৈত্রেয়ী দেবী, রুবিনা চৌধুরী, ঈভা নাগ, উদীচী শিল্পী গোষ্ঠী অব কানাডার সভাপতি মামুনুর রশিদ, উদীচী শিল্পী গোষ্ঠী কানাডা সংসদ এবং প্রগ্রেসিভ ডেমোক্রেটিক ইনিশিয়েটিব (পিডিআই) এর পক্ষে উদীচীর সাবেক সভাপতি আযফর সাঈদ, বাংলাদেশ রবীন্দ্র সংগীত শিল্পী সংস্থা কানাডার নবিউল হক বাবলু, খেলাঘর কানাডার জামিল বিন খলিল, অন্য থিয়েটার প্রতিনিধি রনি মজুমদার, অন্যস্বর প্রতিনিধি রিফফাত নূয়েরীন, ওন্টারিও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাসুদ আলী লিটন, কানাডা বিএনপি‘র নেতা জাকারিয়া চৌধুরী, কানাডা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ইমরুল ইসলাম, মোর্শেদ আহমেদ মুক্তা ও জোটন তরফদার, সিবিএন২৪‘র প্রধান সম্পাদক মাহবুব ওসমানী, গ্রেটার ফরিদপুর জেলা সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ইউসুফ শেখ ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, চট্টগ্রাম এসোসিয়েশনের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইলিয়াস মিয়া, বৃহত্তর চট্টগ্রাম সমিতির প্রেসিডেন্ট শিবু চৌধুরী, বৃহত্তর খুলনা জেলা এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, ইঞ্জিঃ লিটন কাজী (সাংস্কৃতিক সম্পাদক বঙ্গবন্ধু পরিষদ কানাডা), বাংলাদেশ এসোসিয়েশনের সভাপতি জাকির খান, মৌলভীবাজার জেলা এসোসিয়েশনের সাধারন সম্পাদক সৈয়দ মাহবুব, সুমন জাফর (রাজশাহী বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এবং বৃহত্তর পাবনা ও সিরাজগঞ্জ জেলা সমিতির সাধারণ সম্পাদক), ওটিআইএমএলডিএম‘র সাবেক পরিচালক রাসেল রহমান, সুনামগন্জ জেলা এসোসিয়েশনের সাবেক সভাপতি মাশুক মিয়া, বিক্রমপুর জেলা এসোসিয়েশনের সভাপতি আলি আজগর খোকন ও সম্পাদক শাহীন আলম, জয়পুরহাট জেলা এসোসিয়েশনের সভাপতি ইঞ্জিনিয়ার সাইফুর রহমান, ইউনাইটেড বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের পরিচালক সাইদা আযামী, হবিগঞ্জ জেলা এসোসিয়েশনের সভাপতি নুরুল ইসলাম আজাদ, সাধারণ সম্পাদক রাফি চৌধুরী, বাংলাদেশ এসোসিয়েশনের সহ-সভাপতি হাজী সেলিম, ইউনিটি ইয়ুথ অ্যাসোসিয়েশন সভাপতি আজীম উদ্দিন, প্রত্যয় কানাডার ইঞ্জিঃ কামরুল ভুঁইয়া, ইউথ ফোর্স ইউনাইটেড এর মোঃ হামিদ এবং জালালাবাদ এসোসিয়েশনের নেতা আসাদ নিশু।
তাছাড়াও ভার্চুয়াল সভায় উপস্থিত ছিলেন মৃত্যুঞ্জয় সাহা, সেলিম, হাবিব, তাসমিনা প্রমূখ।