নিজস্ব প্রতিবেদক, কুলাউড়া, মৌলভীবাজারঃ
সমাজের সর্বস্থরের মানুষের মধ্যে “সামাজিক কল্যাণ মূলক কাজের মাধ্যমে মহান স্রষ্টার সন্তুষ্টি অর্জন “এ লক্ষ্যকে সামনে রেখে গঠিত হয়েছে হাজীপুর সমাজ কল্যান পরিষদ।
সারা পৃথিবী যখন করোনা মহামারি বিরাজ করছে, চলছে লকডাউনের ক্রান্তিকাল, খেটে খাওয়া মানুষগুলো যখন কর্মহীন, ঠিক সে সময় মানুষের পাশে থাকার এক ক্ষুদ্র প্রয়াস নিয়ে হাজির হয়েছে হাজীপুর সমাজকল্যাণ পরিষদ।
“মানুষ মানুষের জন্য” এই শ্লোগানকে ধারন করে আজ ১৮ই রমজান হাজীপুর ইউনিয়নের প্রায় ৭৫ জন অতি দারিদ্র্য মানুষকে বাছাই করে ৮০০ টাকা সমপরিমাণ ফুড প্যাক বিতরণ করলো হাজীপুর সমাজকল্যাণ পরিষদ।
হাজীপুর সমাজকল্যাণ পরিষদের সভাপতি জনাব গাজী জাবের আহমদের সভাপতিত্বে ও সেক্রেটারী জনাব মাহিরুল ইসলামের সঞ্চালনায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় অনারম্বরপূর্ণ এই অনুষ্টান। উক্ত অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হাজীপুর সমাজকল্যাণ পরিষদকে কৃতজ্ঞতা পাশে আবদ্ধকরেন হাজীপুরের সাবেক সনামধন্য স্বর্নপদকপ্রাপ্ত এবং তিন তিন বারের চেয়ারম্যান বর্তমানে কানাডা প্রবাসী জনাব আব্দুল কুদ্দুছ চৌধুরী।
অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্যে সংঘঠনটির সাংগঠনিক সম্পাদক ব্যাংক কর্মকর্তা জনাব সাইফ জুনেদ দারিদ্রতা দুরিকরনের অঙ্গিকার নিয়ে হাজীপুর সমাজ কল্যাণ পরিষদের এই যাত্রায় সমাজের বিত্তশালীদের এগিয়ে আসার আহবান জানান।
হাজিপুর সমাজ কল্যান পরিষদের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করে সম্মানীত প্রধান অতিথি জনাব আব্দুল কুদ্দুছ চৌধুরী বলেন “সামনের দিনগুলোতে আরো বেশী বেশী জনহিতকর কাজের মাধ্যমে এই সংঘঠনটিকে এগিয়ে নিতে আমার সর্বাত্মক সহযোগীতা থাকবে ইন শা আল্লাহ।”
সভাপতির বক্তব্যে জনাব গাজী জাবের আহমেদ বলেন দরিদ্রদের মাঝে, মাঝেমধ্যে কিছু পরিমান খাদ্য সামগ্রী বিতরণ করাটাই আমাদের পরিষদের মূল কর্মসূচী কিংবা লক্ষ উদ্দ্যেশ্য নয়। মূলত আমাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে সমাজ থেকে দারীদ্রতাকে উৎখাত করা। জনাব জাবের বলেন, আমরা যদি প্রতি বছর মুষ্টিমেয় কিছু লোককে বড় অঙ্কের অর্থনৈতিক সহযোগীতা এবং আত্মনির্ভরতার পরামর্শ দিয়ে সহযোগীতা করতে পারি যাতে করে সে নিজেই কিছু করে খেতে পারে তাহলে পরের বছর হয়তো তার আর সাহায্যের প্রয়োজন হবেনা । আর এভাবেই পর্যায়ক্রমে সমাজ থেকে দারিদ্রতা দূর করা সম্ভব
আজকের এ প্রোগ্রামে আরও যারা উপস্থিত ছিলেন তারা হলেন শিক্ষানুরাগী জনাব আবু সুফিয়ান, ফার্মাসিস্ট জনাব শেখ শাহারুল ইসলাম এবং ইব্রাহীম আলী ও হাসানুল বারী সানী প্রমুখ।।
অনুষ্টানের শেষ পর্যায়ে মহান আল্লাহর দরবারে স্বল্প সময়ে দেশ ও প্রবাস থেকে যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন মহান রবের নিকট তাদের তাদের সুস্থতা এবং সফলতা কামনা করে পোগ্রামটি সফলভাবে সমাপ্তি ঘোষনা করা হয়।।