মৌলভীবাজারে এম.এ রহিম সিআইপির উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের সদর উপজেলার নাজিরাবাদ ইউনিয়নে ইউছুফ নগর রাতগাঁওয়ে ৬ শতাধিক করোনায় কর্মহীন অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক, ৯ বারের সিআইপি, এম আর গ্রুপের চেয়ারম্যান ও যুক্তরাজ্য আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ এম.এ রহিম (সি.আই.পি)র উদ্যোগে ১০ মে সোমবার দুপুরে তার গ্রামের বাড়িতে স্বাস্থ্যবিধি মেনে এই খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়। আলহাজ এম.এ রহিম (সি.আই.পি)র পক্ষে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ মো: মখলিছুর রহমান ডিগ্রি কলেজের আজীবন দাতা সদস্য বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক মো: মুজিবুর রহমান মুজিব,কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: আব্দুল্লাহ আল ফারুক,কর্পূলনেছা দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসা ও কর্পূলনেছা এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুর রশিদ,সমাজসেবক অলিউর রহমান। অনুষ্ঠানে ৬ শতাধিক কর্মহীন ও দরিদ্র মানুষের মধ্যে খাদ্য সামগ্রী ও নগদ টাকা বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো চাল,তৈল,আলু,চিনি,পিয়াজ,রসুন,ডাল,ময়দা,সেমাই।

শেয়ার করুন