মাহমুদুল হাসান রুমন, সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধিঃ
মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি নিয়াজুল তায়েফ কে সংযুক্ত আরব আমিরাতের দিব্বা প্রবাসী ও প্রিন্স জাবেদ আহমদের উদ্দোগে ১৯ মে, বুধবার স্থানীয় হল রুমে এক গণ-সংবর্ধনা দেওয়া হয়।
জনাব হারুন আহমেদের সভাপতিত্বে ও ফজিরা যুবলীগ নেতা পাপলু আহমেদের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সিনিয়র সহসভাপতি জনাব আলী হোসেন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুলাউড়া সমিতির সাধারন সম্পাদক জনাব রুহুল আহমেদ রুহেল, কমলগঞ্জ প্রবাসী কল্যাণ সমিতির সহ-সাংগঠনিক সম্পাদক সাংবাদিক জনাব রুমন হাসান, কমিউনিটি নেতা প্রিন্স জাবেদ আহমেদ, কমিউনিটি নেতা সোহেল আহমেদ, ছাত্রলীগ নেতা আব্দুল আহাদ শিপলু, এফ এন ডি আই এর পরিচালক সাহাবুদ্দিন আহমেদ ছাত্রলীগ নেতা পাপ্পু বৈদ্য, কাওসার আমীন, রেজাউল ও আব্দুর রাজ্জাক।
সংবর্ধিত কুলাউড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি নিয়াজুল তায়েফ বলেন প্রবাসীদের কাছে বাংলাদেশ চিরকৃতজ্ঞ। প্রবাসীদের পাশে বাংলাদেশ সরকার সবসময় আছে আর থাকবে। তিনি বলেন প্রবাসীদের সকল সমস্যায় কুলাউড়া উপজেলা ছাত্রলীগের সকল সদস্য প্রবাসীদের পরিবারের পাশে থাকবে। তিনি দিব্বায় বসবাসরত সকল প্রবাসী ও প্রিন্স জাবেদ আহমদ কে ধন্যবাদ জানান।