ইঞ্জিনিয়ার মিজানুর রহমানঃ
দেশ বিদেশে ছড়িয়ে থাকা মৌলভীবাজার জেলাধীন কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের সকল প্রবাসীদের নিয়ে গঠিত ১০নং হাজীপুর ইউনিয়ন প্রবাসী পরিষদের ম্যাগাজিন ‘হৃদয়ে হাজীপুর’ এর মোড়ক উন্মোচন অনুষ্টিত হবে আগামী সোমবার। আজ থেকে শুরু হচ্ছে অনুষ্ঠানের দিন গননা।
জানা যায়, বর্তমানে দেশে অবস্থান করেছেন প্রবাসী পরিষদের সিনিয়র উপদেষ্টা এ আর নোমান, উপদেষ্টা আবুল কালাম, উপদেষ্টা জাহাঙ্গীর আলম সোহেল, পৃষ্টপোষক মনোহর আলী, পৃষ্টপোষক হাজী সাইফুদ্দিন, পৃষ্টপোষক মোঃ মশহুদ মিয়া, সহ-সভাপতি আব্দুল ওয়াহিদ লিটন, সহ-সাধারন সম্পাদক লুৎফুর রহমান, সহ-সাধারন সম্পাদক মিছবাহ্ উজ্জামান, সাংগঠনিক সম্পাদক কাওছার আলী, সহ সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান সোহাগ, অর্থ সম্পাদক মাওলানা রফিক সামাদ, সহ-অর্থ সম্পাদক আজিজুর রহমান, প্রচার সম্পাদক কাশেম খান খোকন, গন সংযোগ বিষয়ক সম্পাদক তারেক রহমান, কার্যকরি পরিষদের সদস্য মোহাম্মদ পারেক, মোঃ রউফ আহমদ, মোঃ জহিরুল ইসলাম, ছয়ফুল ইসলাম, মোঃ শাহীন খান, মোঃ সোহাগ আহমদ ও সৈয়দ এমরান আলীসহ দেশে অবস্থানরত প্রবাসীরা অনুষ্ঠান সফল করার জন্য দিনরাত পরিশ্রম করে চলেছেন। দফায় দফায় চলছে বৈঠক, অনুষ্ঠান সফল করার জন্য সবাই একাট্টা।
সংগঠনের নেতৃবৃন্দের কাছ থেকে জানা যায়, হাজীপুরের ইতিহাস ঐতিহ্যকে ধারন করে লেখা ম্যাগাজিনের প্রতিটি পাতায় হাজীপুর ইউনিয়নের সকল শ্রেণী পেশার মানুষের হৃদয়ের কথা স্থান পেয়েছে।
আগামী সোমবার (১৬ আগস্ট) বেলা ১১ টায় নবনির্মিত পাইকপাড়া এম এ আহাদ আধুনিক কলেজে অনুষ্ঠানটি শুরু হবে। এ উপলক্ষে কলেজটিতে শেষ মুহুর্তের সাজ সজ্জার কাজ চলছে। জানতে চাইলে কলেজের প্রতিষ্ঠাতা এবং প্রবাসী পরিষদের উপদেষ্টা আমেরিকা প্রবাসী এম এ আহাদ ও কলেজ কমিটির সভাপতি সামছুল হক জানান, যাদের ঘামের বিনিময়ে এই সুন্দর বাংলাদেশ নির্মিত হচ্ছে সেই সকল সূর্য সন্তানদের পদধূলি আমাদের কলেজে পড়বে জেনে আমরা অত্যন্ত আনন্দিত। আমরা তাদেরকে বরণ করে নিতে প্রস্তুত।
সোমবারের অনুষ্ঠান অনুষ্ঠান সম্পর্কে জানতে চাইলে ১০নং হাজীপুর ইউনিয়ন প্রবাসী পরিষদের সভাপতি গাজী ফয়ছল আহমদ জানান, ম্যাগাজিন প্রকাশ করার উদ্দেশ্য হচ্ছে প্রবাসী পরিষদের লক্ষ্য ও উদ্দেশ্য এবং কার্যক্রম মানুষের কাছে তুলে ধরা। তিনি আরও বলেন, মূলত প্রবাসী পরিষদ গঠিত হয়েছিল দেশ বিদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা সকল প্রবাসীদের এক ছাতায় নিয়ে আসা, ইনশাআল্লাহ এ যাত্রায় আমরা সফল হয়েছি। ম্যাগাজিন প্রকাশের মাধ্যমে আমাদের একে অন্যের মধ্যে পরিচিত হব ও সম্পর্ক বৃদ্ধি পাবে। এছাড়াও হাজীপুর ইউনিয়নের সকল ইতিহাস ও ঐতিহ্যকে তুলে ধরার চেষ্টা করেছি। তিনি আগামী সোমবারের অনুষ্ঠান সফল করার জন্য সাংবাদিক, সমাজকর্মী এবং এম এ আহাদ কলেজ কর্তৃপক্ষ সহ সর্বস্থরের সকলকে অনুরোধ জানান।
প্রবাসী পরিষদের সাধারণ সম্পাদক এএসএম রায়হান বকস্ এক প্রতিক্রিয়ায় বলেন, আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হল হাজীপুর ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে রূপান্তরিত করা এবং আমরা প্রবাসে অবস্থানরত একে অন্যের মধ্যে একটি সেতুবন্ধন তৈরি করা। পাশাপাশি যেহেতু প্রবাসীরা বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন তাই একটি ম্যাগাজিন প্রকাশনার মধ্য দিয়ে একে অন্যের মধ্যে পরিচয়ের সেতুবন্ধন আরো সুদৃঢ় করার লক্ষ্যে আমরা ম্যাগাজিন প্রকাশ করতে যাচ্ছি । আমি আমাদের দেশে অবস্থানরত সকল প্রবাসী, সাংবাদিক, এলাকার বিশিষ্টজন সহ সবাইকে অনুষ্ঠান সফল করার অনুরোধ জানাচ্ছি। তিনি আরও বলেন, আমাদের অনুষ্ঠান যেহেতু পাইকপাড়া এম এ আহাদ কলেজে তাই কলেজ এর সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতার আহবান জানাই।
উল্লেখ্য, ১০নং হাজীপুর ইউনিয়ন প্রবাসী পরিষদ গঠিত হওয়ার পর থেকেই হাজীপুরের উন্নয়ন ও অগ্রযাত্রায় ভূমিকা পালন করে চলেছেন।মানবকল্যাণে ধারাবাহিক ভাবে তাদের কর্মসূচিগুলো চলছে।