লন্ডন (ইউকে) থেকে এএসএম রায়হান বকস্ঃ
১০নং হাজীপুর ইউনিয়ন এসোসিয়েশন ইউকে’র উদ্যোগে প্রাক্তন চেয়ারম্যান জনাব আব্দুল কুদ্দুছ চৌধুরী সাহেবের সাথে এক মতবিনিময় ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আজ ২৮ সেপ্টেম্বর (মঙ্গলবার) সন্ধ্যা ৭:৩০ মিনিটের সময় লন্ডনের একটি স্থানীয় রেস্টুরেন্টে ১০নং হাজীপুর ইউনিয়ন এসোসিয়েশন ইউকে এর সাধারণ সম্পাদক এএসএম রায়হান বকস্ এর উপস্থাপনায় এবং সভাপতি আব্দুল করিম উবায়েদ এর সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন শামীম আহমেদ, তাজুল ইসলাম পায়েল, আসাদুর রাজা চৌধুরী সুমন, ইসলাম উদ্দিন, জামিল আহমেদ, লেকচারার শামীম আহমেদ সহ আর অনেকে। বক্তাদের বিভিন্ন পরামর্শ ও আলোচনার মধ্য দিয়ে হাজীপুর ইউনিয়নের অতীত, বর্তমান এবং ভবিষ্যতের অনেক জানা অজানা তথ্য চিত্র উঠে আসে।
সভার প্রধান আকর্ষণ জনাব আব্দুল কুদ্দুছ চৌধুরী গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। উক্ত সভা যেন লন্ডনের মাটিতে হাজীপুরবাসীর এক মিলন মেলায় পরিণত হয়। জনাব চৌধুরী তাঁর বক্তব্যে বলেন ইউকেতে এই ধরনের একটি সামাজিক সংগঠন বিভিন্ন জনকল্যাণ মূলক কাজের পাশাপাশি হাজীপুর ইউনিয়নের মানুষের কল্যাণে আরও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
পরিশেষে সভাপতি সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।
প্রসঙ্গত, বর্তমানে কানাডার টরন্টোতে বসবাসরত মৌলভীবাজার জেলাধীন কুলাউড়া উপজেলার ১০নং হাজীপুর ইউনিয়নের তিনবারের নির্বাচিত (১৯৮৪-১৯৯৮) এবং জেলার শ্রেষ্ট চেয়ারম্যান হিসেবে স্বর্ণপদক ও রাষ্ট্রপতি পদক প্রাপ্ত প্রাক্তন চেয়ারম্যান, সাবেক রাজনীতিবীদ জনাব আব্দুল কুদ্দুছ চৌধুরী এবং উনার স্ত্রী পারিবারিক সফরে গত ১৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে আসেন এবং আগামী ৪ অক্টোবর পর্যন্ত তিনি লন্ডনে অবস্থান করবেন বলে যানা যায়।