শ্রীমঙ্গল (মৌলভীবাজার) সংবাদদাতা
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ভোট কেন্দ্রে জনতার সাথে র্যাবের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় র্যাবের এক সদস্য আহত হওয়ার খবর পাওয়া গেছে। র্যাব আত্মরক্ষার্থে এক রাউন্ড এসএমজির গুলি ছুঁড়েছে বলে মৌলভীবাজারের পুলিশ সুপার মো. জাকারিয়া জানান।
বৃহস্পতিবার দুপুর একটার দিকে উপজেলার কালাপুর ইউনিয়নের কাসিমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোট কেন্দ্রের পাশে প্রার্থীদের সমর্থকদের ক্যাম্পেইন সেন্টার ও অস্থায়ী দোকান পাট সরাতে বললে স্থানীয়দের সাথে কথা কাটাকাটি হয় র্যাব সদস্যদের। র্যাব সদস্যরা তাদেরকে এক জায়গায় জটলা না বেঁধে সরে যেতে বলেন। স্থানীয় জনতা র্যাব সদস্যদের কথা না শুনলে একপর্যায়ে তারা লাটিচার্জ করে। এতে ক্ষিপ্ত হয়ে জনতা তাদের উপর আক্রমন করে, এসময় একজন র্যাব সদস্য আহত হন। পরে র্যাব সদস্যরা গুলি ছুঁড়ে। এতে আতংকিত হয়ে স্থানীয় জনতা পালিয়ে যান। কিছু সময়য়ের বন্ধ হয়ে যায় ভোট কেন্দ্র।
খবর পেয়ে মৌলভীবাজার পুলিশ সুপার মো. জাকারিয়া ঘটনাস্থলে ছুটে যান। শেষ খবর পাওয়া পর্যন্ত অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে ওই সেন্টারে।
পুলিশ সুপার জাকারিয়া জানান, পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রনে রয়েছে। র্যাবের এক সদস্য আহত হয়েছে। আত্মরক্ষার্থে র্যাব এক রাউন্ড এসএমজির গুলি ছুঁড়েছে।
এব্যাপারে র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের সিনিয়র সহকারী পুলিশ সুপার বাসু দত্ত চাকমাকে মুঠোফোনে যোগাযোগ করলে ফোন রিসিভ না করায় র্যাবের বক্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, গত ২১শে মে উপজেলা চেয়ারম্যান রণধীর কুমার দেব মৃত্যুবরন করায় এই উপ-নির্বাচন অনুষ্টিত হচ্ছে। এখানে মোট ভোটার ২লাখ ৩৩ হাজার ৯১৬ জন। এ নির্বাচনে নৌকার প্রার্থী ভানু লাল রায়, জাতীয় পার্টির মিজানুর রব (লাঙ্গল) ও আ’লীগের বিদ্রোহী দুই স্বতন্ত্র প্রার্থী প্রেমসাগর হাজরা (আনারস) ও আফজল হক (ঘোড়া) মার্কা নিয়ে প্রতিদ্বন্দিতা করছেন।