মৌলভীবাজার প্রতিনিধি,
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে একই সাথে তিন সন্তান প্রসব করেছেন চা বাগানের এক নারী শ্রমিক। নবজাতক তিনজনই ছেলে এবং তারা সকলেই সুস্থ আছেন। গত(১৯) রবিবার দুপুর পৌণে ১টার দিকে স্বাস্থ্য কমপ্লেক্সে এই তিন সন্তানের জন্ম হয়।
জানা গেছে, শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত ২৪ ঘন্টায় মোট ১৪ টি নরমাল ডেলিভারি এবং সিজারিয়ান সেকশনের মাধ্যমে মোট ১৭টি সুস্থ বাচ্চা প্রসব হয়েছে।
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা.সাজ্জাদ হোসেন চৌধুরী বলেন,ফিনলে টি কোম্পানির ফুলছড়া চা বাগানের লক্ষী রানী দাস তিন সন্তান প্রসব করেন। তবে তিন নবজাতকের ওজন কম থাকায় মৌলভীবাজার সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে।