মোঃ আমিনুর রহমান, বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধিঃ
জেলার বাহুবল উপজেলার ১নং স্নানঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারনুর রশিদের নৌকা মার্কা সমথর্নে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
শনিবার (৭ জানুয়ারি) বিকাল ৪টায় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সুফি মিয়া খানের সভাপতিত্বে এবং মোস্তফা চৌধুরী (ফুল মিয়ার) পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আলমগীর চৌধুরী, হবিগঞ্জ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নুর উদ্দিন বুলবুল, এডভোকেট খোকন উদ্দিন তালুকদার, বাহুবল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই, বাহুবল উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এম সোহেল আহমেদ কুটি, চেয়ারম্যান ফেরদৌস আলম প্রমুখ।
এছাড়াও এলাকার সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।