আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীমঃ
জামালপুর জেলার মেলান্দহ উপজেলার পৌর আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়েছে। ২০ জানুয়ারি দলীয় ত্রি-বার্ষিক সম্মেলন শেষে সন্ধ্যা ৭টার দিকে আসাদুল্লাহ ফারাজীকে সভাপতি ও হাবিবুর রহমান হেলালকে সাধারণ সম্পাদক হিসেবে এই কমিটি ঘোষণা করা হয়। উপজেলা আ’লীগের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ এবং সাধারণ সম্পাদক মো. জিন্নাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এ উপলক্ষে ২০ জানুয়ারি বিকেল ৩টায় মেলান্দহ মির্জা আজম অডিটোরিয়ামে পৌর আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন- বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী আলহাজ্ব মির্জা আজম এমপি। প্রখ্যাত নাট্যকার ও পৌর আ’লীগের সভাপতি আসাদুল্লাহ ফারাজী এতে সভাপতিত্ব করেন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আ’লীগের সহসভাপতি সোহরাব হোসেন বাবুল, উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কামরুজ্জামান, জেলা আ’লীগের যুগ্ম সম্পাদক সফি সালেহ গেন্দা, উপজেলা আ’লীগের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ প্রমুখ।