কানাইঘাট (সিলেট) প্রতিনিধিঃ
দৈনিক কাজিরবাজার পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার সিলেটের সাংবাদিক অঙ্গনের পরিচিত মুখ সাংবাদিক জেড.এম শামছুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কানাইঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দ। এক শোক বার্তায় প্রেসক্লাবের সভাপতি রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল ও সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন বলেন, সাংবাদিক জেড.এম শামসুল ইসলাম একজন নির্বিক কলম সৈনিক ছিলেন। তিনি দীর্ঘদিন থেকে মৃত্যুর আগ পর্যন্ত অত্যন্ত সুনামের সহিত সাংবাদিকতা পেশার সাথে জড়িত ছিলেন।
তার মৃত্যুতে সিলেটের সাংবাদিক সমাজ তাদের একজন প্রিয় অভিভাবক’কে হারিয়েছেন যা সহজে পুরণ হওয়ার মতো নয়। প্রেসক্লাব নেতৃবৃন্দ সাংবাদিক জেড.এম শামছুল ইসলামের আত্মার মাগফেরাত কামনা সহ তাহার শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।