তানজিল হোসেন, গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধিঃ
সিলেটের গোয়াইনঘাটে পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব গোয়াইনঘাট -এর কমিটি পুনর্গঠন করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন ঢাকা মেডিকেল কলেজের এমবিবিএস শিক্ষার্থী গুলজার হোসেন এবং সাধারণ সম্পাদক হয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এপ্লাইড কেমিস্ট্রি এন্ড ক্যামিকেল বিভাগের শিক্ষার্থী আশিকুর রহমান।
শুক্রবার (৪ ফেব্রুয়ারি) বেলা ৪ঘটিকায় গোয়াইনঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও সরকারি মেডিকেল চান্সপ্রাপ্ত নবীন শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত নবীন বরণ ও সংবর্ধণা অনুষ্ঠানে পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব গোয়াইনঘাট -এর ২০২১-২২ সেশনের আংশিক কমিটির নাম ঘোষণা করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অবসরপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ আতি উল্যাহ। এই কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী রুহুল আমীন মারুফ।
নব নির্বাচিত সভাপতি গুলজার হোসেন তার বক্তব্যে বলেন, “গোয়াইনঘাটের শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নে সংগঠনের কার্যক্রম বেগবান ও ত্বরান্বিত করতে সকলের একান্ত সহযোগিতা কামনা করে উপদেষ্টামণ্ডলী সহ সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।”
এ সময় সংগঠনের সদ্য বিদায়ী সভাপতি সদর উদ্দীন সহ সংগঠনের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।