আলী জহুর, জগন্নাথপুর, সুনামগঞ্জ প্রতিনিধিঃ
জগন্নাথপুর ও শান্তিগঞ্জ আসনের সাংসদ পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, আমি গ্রামের অনুন্নত জীবনে বড় হয়েছি। গ্রামের মানুষ কতো অবহেলিত আমি বুঝি। আমি জানি গ্রামের মানুষ কতো কষ্টে জীবন-যাপন করেন। এই দেশের গ্রামীণ জনপদের গরীব মানুষের কল্যাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনরাত কাজ করছেন।
তিনি বলেন, দেশে এখনো ৪ ভাগের ১ ভাগ মানুষ দারিদ্রসীমার মধ্যে বসবাস করছেন। আমাদের টাকার অভাব নেই। তবে টাকা থাকলেই সব সমস্যার সমাধান এক সাথে করা যাবে না। এ জন্য শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে পরিশ্রম করতে হবে। মন্ত্রী বিরোধী দলের প্রতি ইঙ্গিত করে বলেন, তারা ঘরে বসে বড় বড় কথা বলেন। ভোটের মাঠে নামেন না। সাহস থাকলে ভোটের লড়াইয়ে আসুন।
৫ ফেব্রুয়ারি (শনিবার) সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর গ্রামে লাইসিয়াম স্কুলের ২০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সিদ্দিক আহমদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সৈয়দ আবুল কাশেম, যুক্তরাজ্য আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, সুনামগঞ্জ নির্বাহী প্রকৌশলী (এলজিইডি) মাহবুব আলম, জগন্নাথপুর উপজেলা আ.লীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আকমল হোসেন, বর্তমান উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু।
শাকুর ওয়াদুদ এর সভাপতিত্বে এবং জাবেদ ও জিয়াউল ইসলামের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, অ্যাডভোকেট সৈয়দ শায়েক আহমদ, জেলা পরিষদ সদস্য সৈয়দ দুলাল, সৈয়দপুর-শাহারপাড়া ইউপি চেয়ারম্যান আবুল হাসান, অধ্যক্ষ আবদুর রহমান, শিক্ষিকা সৈয়দা নুরুন নাহার, সৈয়দ জামিল, সৈয়দ কামরান, সৈয়দ হোসেন আহমদ প্রমূখ।
এ সময় জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজেদুল ইসলাম, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অনুপম দাস, জগন্নাথপুর থানার ওসি মিজানুর রহমান, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) গোলাম সারোয়ার, উপজেলা আ.লীগের সহ-সভাপতি আবদুল কাইয়ূম মশাহিদ, আশারকান্দি ইউপি চেয়ারম্যান আইয়ূব খান, রাণীগঞ্জ ইউপি চেয়ারম্যান শেখ ছদরুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম মুন্না, সাংবাদিক আলী জহুর,উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুল মুকিত, সাধারণ সম্পাদক তাহা আহমদ সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে আরো বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।