গোবিন্দগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক অফিস সহকারী আব্দুস শহীদের ইন্তেকাল, দাফন সম্পন্ন

সুদীপ দাশ, স্টাফ রিপোর্টার, ছাতকঃ

সুনামগঞ্জের ছাতক উপজেলার ঐতিহ্যবাহী গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি (অনার্স) কলেজের অবসরপ্রাপ্ত প্রধান অফিস সহকারী আব্দুস শহীদের দাফন সম্পন্ন হয়েছে।
এর আগে গতকাল শুক্রবার বিকাল ৫.৩০ মিনিটে তকিপুর গ্রামের নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন তিনি। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন..
তিনি উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের হরিশ্বরণ গ্রামের মরহুম মমশ্বর আলীর পুত্র।
আজ শনিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় গোবিন্দগঞ্জ কলেজ মাঠে প্রথম জানাজা ও বেলা ২টায় তার নিজ গ্রাম হরিশ্বরণে ২য় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়েছে।
জানাজার পূর্বে সদরুল আমীন সোহানের পরিচালনায় মরহুমের স্মৃতি স্মরণে বক্তব্য রাখেন আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজের অধ্যক্ষ সুজাত আলী রফিক, মরহুমের জামাতা সিলেট শাহজালাল ভার্সিটির প্রিন্সিপ্রাল শাহ নুর, মাওঃ আব্দুস ছালাম আল মাদানি, আওয়ামীগ নেতা ফারুক সরকুম, গোবিন্দগঞ্জ নতুন বাজার জামে মসজিদের ইমাম মাওঃ  দুদু মিয়া, গোবিন্দগঞ্জ বহুমূখী উচ্চ বিদালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান, কলেজের ২০০০ ব্যচ এর সাবেক শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন ছাত্রনেতা মঞ্জুর আলম, ও  মরহুমের বড় ছেলে মাওঃ আবুল কালাম আজাদ।
নামাজে জানাজায় এসময় উপস্থিত ছিলেন ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন উর রশিদ, সহ সভাপতি বদর উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক আব্দুল আলিম সহ প্রেসক্লাবের নেতৃবৃন্দ, ছাতক ইয়াং স্টারের সভাপতি শিক্ষক পংকজ দত্ত, জিজি নিউজ টিভির উপ-সম্পাদক সুদীপ দাশ, ছাতক ইয়াং স্টারের সাধারণ সম্পাদক উজ্জীবক সুজন তালুকদার সহ সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার সর্বস্তরের লোকজন।
শেয়ার করুন