জগন্নাথপুরে অবৈধ পার্কিং ও ফুটপাত দখলের দায়ে ভ্রাম্যমান আদালতের জরিমানা

আলী জহুর, জগন্নাথপুর, সুনামগঞ্জ প্রতিনিধিঃ

সুনামগঞ্জের জগন্নাথপুরে অবৈধ গাড়ী পার্কিং ও ফুটপাত দখলের দায়ে ভ্রাম্যমান আদালতের জরিমানা আদায় করা হয়েছে। সোমবার (১৩ ফেব্রুয়ারী) জগন্নাথপুর পৌর এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়।

জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনুপম দাশ অনুপ ভ্রাম্যমান আদালত ফুটপাত ভাসমান দোকান ও পন্য পসরা সাজিয়ে জনচলাচলে বাঁধা এবং সড়কে বে-আইনীভাবে গাড়ি পার্কিং করে যান চলাচলে বিঘ্ন ঘটানোর অপরাধে ৬ জন ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হয়েছে। এসময় ৪ হাজার ৫০ টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালতের অভিযানে ফুটপাত দখলমুক্ত ও সড়কে গাড়ি পার্কিং বন্ধে সচেতনতামূলক প্রচারণা করা হয়।

অভিযানে জগন্নাথপুর থানা পুলিশের এসআই দীপংকর সরকার, জগন্নাথপুর ট্রাফিক টিএসআই জহিরুল ইসলাম, ট্রাফিক কনেস্টবল জালাল ও থানা পুলিশ কনস্টবল ফখরুল ইসলাম, কনস্টবল লোকমান আহমদসহ অনেকে উপস্থিত ছিলেন।

শেয়ার করুন