গোবিন্দগঞ্জে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক নিহত

সুদীপ দাশ, ছাতক প্রতিনিধিঃ

সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জে মামুন পরিবহনের একটি বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে নয়টায় উপজেলার গোবিন্দগঞ্জ সৈদেরগাও ইউনিয়নের বুড়াইরগাঁও বাজার নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সিএনজি চালকের নাম বিল্লাল হোসেন। তিনি উপজেলার  খুরমা দক্ষিণ ইউনিয়নের চেচান গ্রামের শফিকুল ইসলামের পুত্র।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে নয়টার দিকে সিলেট সুনামগঞ্জ মহাসড়কের বুড়াইরগাঁও বাজারস্থ আয়াজুর রহমান উচ্চ বিদ্যালয়ের সামনে ঢাকা থেকে সুনামগঞ্জগামী মামুন পরিবহনের একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।এতে সিএনজি দুমড়ে মুচড়ে যায়।

গুরুতর আহত অবস্থায় সিএনজি চালক বিল্লাল হোসেনকে সিলেট ওসমানী মেডিকেলে নিয়ে যাওয়া হলে বিকাল ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জয়খলস হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ সালেহ আহমেদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন গাড়ি দুটিকে আটক করা হয়েছে।

শেয়ার করুন