কানাইঘাট (সিলেট) প্রতিনিধিঃ
কানাইঘাট থানা পুলিশের পৃথক অভিযানে ওয়ারেন্ট ভূক্ত ১২ জন পলাতক আসামীকে গ্রেফতার করে গত বৃহস্পতিবার আদালতে প্রেরন করেছে পুলিশ।
জানা যায়, বুধবার দিবাগত রাত কানাইঘাট উপজেলার লক্ষীপ্রসাদ পূর্ব ইউপির মেছা গ্রামে এসআই পীযূষ চন্দ্র সিংহ, এএসআই মোখলেছুর রহমান, এএসআই বিকাশ চন্দ্র ওয়ারেন্ট তামিল করতে অভিযান পরিচালনা করেন। অভিযানে কানাইঘাট বিবিধ মামলা নং-২২৩/২১ এর পলাতক আসামী মেছা গ্রামের আবু বক্করের পুত্র নিজাম উদ্দিন, ফারুক আহমদ, আব্দুল মতিন, আব্দুল কুদ্দুছ, আব্দুল খালিক, মোবারক আলীর পুত্র আব্দুর রব, আব্দুর রহিম, আব্দুস সাত্তার, মখদ্দুছ আলীর পুত্র মঈন উদ্দিন, আকবর আলীর পুত্র আব্দুল হক, আব্দুল লতিফের পুত্র মাসুম আহমদকে গ্রেফতার করেন।
অপর দিকে উপজেলার বানীগ্রাম ইউপির দলইমাটি গ্রাম থেকে এএসআই সুকেশ জিআর মামলার পলাতক আসামী আব্দুল জলিলের পুত্র রুহুল আমিন এবং শরীফ মিয়াকে গ্রেফতার করেন।