দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে রাখতে সরকারের সব ধরনের প্রচেষ্টা অব্যাহত: এম এ মান্নান

সুদীপ দাশ, স্টাফ রিপোর্টার, ছাতক:

দ্রব্যমুল্যের দাম নিয়ন্ত্রনে রাখতে সরকার সবধরনের প্রচেষ্টা অব্যাহত রেখেছে। গাড়ীতে করে খোলা বাজারে ন্যায্যমুল্যে পণ্যদ্রব্য বিক্রি করা হচ্ছে। সব ধরনের খাদ্যদ্রব্য বিদেশ থেকে শুল্কমুক্ত আমদানী করার ব্যবস্থা নিচ্ছে সরকার।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) সকালে সুনামগঞ্জের ছাতক উপজেলার লক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত দ্বিতল ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা এম এ মান্নান এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, একটি দল ভোটে আসবেনা ও নিবার্চন করতে দেবেনা বলছে। কিন্ত ভোট ছাড়া ক্ষমতার যাওয়ার কোন সুযোগ নেই। জনগণ পারেনা এমন কিছু নেই, বাংলার জনগন ব্রিটিশদেরকে তাড়িয়েছে, পাকিস্তানিদের মার দিয়ে বিতাড়িত করেছে। জনগণ যাকে ভোট দিয়ে নিবার্চিত করবে তারাই দেশ পরিচালনা করবে। অনিবার্চিত কোন দল বা ব্যক্তি ক্ষমতার যাওয়ার সুযোগ নেই।

তিনি বলেন, আমি মনে করি শেখ হাসিনা একটি কারনে মহান আল্লাহর কাছে বেহেস্তে যাওয়ার দাবী রাখেন। কারন তিনি সারা দেশে ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দিয়েছেন। পরিকল্পনা মন্ত্রী আরো বলেন, আমাদের মেয়েরা ঘরে বন্ধি থাকুক সেটা আমরা চাইনা। আমরা চাই মেয়েরা শালীনতার সাথে সব ভালো কাজে এগিয়ে আসুক। শেখ হাসিনা অশ্লীলতা ও বেহায়াপণাকে পছন্দ করেন না। তিনি সব সময় পদার্শীল অবস্থায় চলা ফেরা করেন, পর্দা মেনে চলেন। শেখ হাসিনার সরকার সারা দেশে গ্রামে গ্রামে শহরের সকল সুযোগ সুবিধা পৌছে দেওয়ার লক্ষে কাজ করছে। এই উন্নয়নের ধারাবহিতা অব্যাহত রাখতে হবে।

যুক্তরাজ্য প্রবাসী আওয়ামিলীগ নেতা গয়াছুর রহমানের সভাপতিত্বে, সাইদুল ইসলাম শামীম ও মাহফুজুর রহমান মাসুমের যৌথ পরিচালনায় অনুষ্টিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারা) আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, আ.লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান, দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান তানভীর আশরাফী চৌধুরী বাবু।
অনুষ্টিত সভায় আরও বক্তব্য রাখেন, ছাতক উপজেলা নিবার্হী কর্মকর্তা মামুনুর রহমান, এএসপি সার্কেল বিল্লাল আহমদ, ছাতক থানার অফিসার্স ইনচার্জ মাহবুবুর রহমান, গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি অনার্স কলেজের প্রিন্সিপাল সুজাত আলী রফিক, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাসুম মিয়া, ছাতক পৌরসভার সাবেক মেয়র আব্দুল ওয়াহিদ মজনু, ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সুন্দর আলী, বিল্লাল আহমদ, আলতাবুর রহমান, জেলা আওয়ামী স্বেচ্ছাসেকলীগের সহ-সভাপতি অ্যাডভোকেট সাহাব উদ্দিন, সিলেট জর্জ কোর্টে এপিপি অ্যাডভোকেট মাসুম আহমদ, সাজিদুর রহমান, আবু কয়েছে, সালিকুর রহমান, বাবুল মিয়া, রফিক মিয়া, দৈনিক উত্তর পূর্বের বার্তা সম্পাদক তাপস পুরকায়স্থ, ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক রিপন দাশ, সাংবাদিক হাবিবুর  রহমান, জেলা ছাত্রলীগের সাবেক মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক আবু জাহিদ মোঃ আব্দুল গফফার, শিক্ষক মোস্তাক আহমদ, মাওলানা ফিরোজ আহমদ, জয়নাল আহমদ, মাওলানা সামছুল ইসলাম, নুরুল হক, স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পরেশ চন্দ্র দাশ, মা‌নিক মিয়া, জাকরিয়া আহমদ, আব্দুল বাছিত, খলিলুর রহমান, রেজ্জাদ আহমদ, র‌হিমা বেগম, প্রার্থনা রাণী চক্রবতী, সাফিয়া বেগম. নাজমিন বেগম, সৈদেরগাঁও ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান বিলাল আহমেদ, ইউপি সদস্য আলমগীর কবির, মো. ইয়াহিয়া, সুরেতাজ মিয়া, মো. মিজানুর রহমান, হেলাল আহমদ, সদস্যা পূর্ণিমা রানী দে, সালেহা বেগম, মোছাঃ ইয়াছমিন আক্তার প্রমুখ।
শেয়ার করুন