- শ্রীমঙ্গল প্রতিনিধি:
- মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার পৌর শ্রীমঙ্গল থানার দক্ষিণ পাশে জামে মসজিদের গলিতে মোটরসাইকেল নিয়ে গতিরোধ করে আরাফাত হোসেন (৩৫) নামে এক যুবকে ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ ৪ জনকে আটক করেছে। মঙ্গলবার দুপুর ১টার দিকে শ্রীমঙ্গল পৌর শহরের থানা পাশে এঘটনা ঘটে।আহত যুবক উপজেলার লাংলিয়াছড়া আনারস বাগান এলাকার আব্দুর রহমানের ছেলে ।
- এ ব্যাপারে শ্রীমঙ্গল থানার ওসি মো.শামীম অর রশীদ তালুকদার জানান,মঙ্গলরবার দুপুর প্রায় ১ টায় ভিকটিম আরাফাত হোসেন ও সর্ঙ্গীয় ডালিম নামে এক যুবক মটরসাইকেল যোগে থানার পাশে জামে মসজিদের গলির দিকে যাচ্ছিলেন। এমন সময় আব্দুর রউফ (৪২),বেলাল মিয়া (৩০),মো.বিল্লাল (৩২) ও রুমন মিয়া (৩৫) আরাফাতের মটরসাইকেল গতি রোধ করে তাকে চাকু দিয়ে পিঠে উপর্যুপুরি ছুরিকাঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে। হাল্লা চিৎকার শোনে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রথমে আহত যুবককে সিএনজি অটোরিক্সা যোগে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন।পরে আসামীদের পেছনে ধাওয়া করে উল্লেখিত চারজনকে পথচারীদের সহযোগিতায় আটক করতে সক্ষম হন । আহত যুবকের অবস্থা আশংকাজনক হওয়ায় শ্রীমঙ্গল হাসপাতাল থেকে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে তার অবস্থা অবনতি হলে দ্রুত সিলেট এম এজি ওসমানী মেডিক্যাল হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে ওসি জানান। আটককৃতরা সবাই উপজেলা সদর ইউনিয়নের উত্তর উত্তরসুর এলাকার মহব্বত আলীর ছেলে। এ ঘটনায় আহত আরাফাতের ভাই জামাল হোসেন উল্লেখিত চার আসামীসহ আরও দুই জনকে অজ্ঞাতনামা আসামী করে শ্রীমঙ্গল থানায় মামলা দায়ের করেন। এ ব্যাপারে আটককৃতদের মামা মীর মো.রাজা মিয়া জানান,উপজেলার লাংলিয়া ছড়া এলাকায় জমিসংক্রান্ত বিরোধের জের ধরে গত সোমবার ভিকটিম আরাফাতসহ আরও তাদের লোকজন আসামীদের বড় ভাই হেলাল মিয়াকে মারপিট করে।এ ঘটনায় গতকাল সোমবার রাতেই আরাফাতসহ অন্যান্যদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয় বলে তিনি জানান। হেলাল মিয়া লাংলিয়া ছড়া তার লেবু বাগানে গেলে আরাফাতের ভাই জামালসহ অন্যান্যরা হেলাল মিয়াকে মারপিট করে
শ্রীমঙ্গল জমিসংক্রান্ত বিরোধের জের ধরে এক যুবককে দিনদুপুরে ছুরিকাঘাত
শেয়ার করুন