আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম, টাঙ্গাইল:
টাঙ্গাইলে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) এর আয়োজনে ক্ষতিকর পলিথিনের ব্যাগের পরিবর্তে পরিবেশ বান্ধব বিকল্প ব্যাগ ব্যাবহার শীর্ষক ক্যাম্পেইন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ মার্চ) কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামার বাড়ী, টাংগাইলে এই ক্যাম্পেইন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ব্যবসায়ী ঐক্যজোটের সভাপতি আবুল কালাম মোস্তফা লাবুর সভাপতিত্বে “পলিথিন বর্জন করি, পরিবেশ রক্ষা করি” এই শ্লোগান কে প্রতিপাদ্য করে ক্ষতিকর পলিথিন ব্যাগের পরিবর্তে পরিবেশ বান্ধব বিকল্প ব্যাগ ব্যবহার শীর্ষক ‘ক্যাম্পেইন ও আলোচনা সভা’ অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছা: রানুয়ারা খাতুন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ড. এ,এস,এম সাইফুল্লাহ, অধ্যাপক ইএসআরএম বিভাগ, মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সন্তোষ, টাংগাইল।
উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, টাংগাইল জেলা কার্যালয়ের উপ-পরিচালক জমির উদ্দিন, কৃষি সম্প্রসারন অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ অফিসার মোহাম্মদ দুলাল উদ্দিন, মাওলানা ভাষানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ড. ইকবাল বাহার।
সভার শুরুতে শুভেচ্ছা বক্তব্য পেশ করেন মীর জালাল আহমেদ।
এসময় আরোও উপস্থিত ছিলেন টাংগাইল পৌরসভার আওতাধীন ৬টি বাজার কমিটির সভাপতি ও সম্পাদকগণ। সভায় পলিথিনের ক্ষতিকর দিক নিয়ে তথ্যচিত্র উপস্থাপন করেন উবিনীগের রবিউল ইসলাম চুন্নু। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. এ,এস,এম সাইফুল্লাহ অধ্যাপক, ইএসআরএম বিভাগ মাভাবিপ্রবি, সন্তোষ, টাংগাইল।